সোনা কেনার সঠিক সময়? দাম শুনে এক্ষুনি দৌড়াবেন বাজারে

বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাস পরতেই এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম (Gold Price)। জুলাই মাসে স্বাভাবিকভাবে চার শতাংশ কমেছে সোনার দাম (Gold Price)। মাসের শেষেই অর্থাৎ ২৯ জুলাই সোমবার এম এস সিক্সে হলুদ ধাতুর লেনদেন ছিল সর্বোচ্চ পর্যায়ে। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেটে সোনার উপর আমদানি শুল্ক  কমানোর কথা ঘোষণা করেছিলেন।

সোনা (Gold Price) কেনার সঠিক সময়:

তারপরেই হুহু করে নামতে শুরু করে এই হলুদ ধাতুর দাম আর বাড়তে থাকে লেনদেন। জানা যাচ্ছে এমসিএক্সে-এ সোনার দাম ০.৩৫ শতাংশ অর্থাৎ মোট ২৪২ টাকা বেড়েছে। যার ফলে ১০ গ্রাম সোনার লেনদেন হচ্ছে মোট ৬৮,৪২৮ টাকায়। অন্যদিকে একধাক্কায় রুপোর দাম বেড়েছে আরও। একলাফে ০.৬৬ শতাংশ বা ৫৩৮ টাকা বেড়ে গিয়ে প্রতি কেজি সোনার লেনদেন চলছে ৮১,৯০৯ টাকায়।

   

অন্যদিকে ব্লুমবার্গের রিপোর্ট বলছে, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল ২,৩৯২.৩২ ডলার। অর্থাৎ ০.২১ শতাংশ বা ৫.১৩ ডলার বেশি। জুলাইয়ের শুরুতে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭১,৬০০ টাকা। তবে মাসের মাঝামাঝি সময়ে এই সোনার দাম হয় মোট ৭৪,৭৩০ টাকা। উল্লেখ্য বাজেটের পর থেকেই সোনার দাম কমতে কমতে গত সপ্তাহে সর্বনিম্ন প্রায় ৬৭,৪০০ টাকায় পৌছে গিয়েছিল সোনার দাম।

আরও পড়ুন: বৃষ্টির জল পেতেই জালে উঠল ঝাঁকে ঝাঁকে ইলিশ! এই বর্ষায় পোয়া বারো মৎসজীবীদের

এখন প্রশ্ন হল সোনা কেনার বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? দাম বাড়ার বিযয়েই বা কি মত তাঁদের? এপ্রসঙ্গে কেডিয়া অ্যাডভাইজারির ডিরেক্টর অজয় কেডিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “ইউএস ফেডের সুদের হার কমানোর আশা করা হচ্ছে। এর উপর মার্কিন ডলার সূচক নিম্নমুখী। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বজায় রয়েছে।

Gold 2 1

আমদানি শুল্ক কমানো পর ঘরোয়া বাজারে ফিজিক্যাল সোনার চাহিদা বেড়েছে। এই সবগুলো বিষয়কে এক সুতোয় গাঁথলে মনে হচ্ছে, আগামী দিনে সোনার দাম বৃদ্ধির সম্ভাবনাই বেশি।’ একইসাথে রুপোর দামও আগামী দিনে বাড়তে পারে বলে মনে করেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর