মল্লিক বাড়িতে অকাল বোধন, উপচে পড়ছে বনেদিয়ানা, সাক্ষাৎ মা দুগ্গা রূপে ধরা দিলেন কোয়েল

বাংলাহান্ট ডেস্ক: হাতে আর গোনাগুন্তি কয়েকদিন বাকি। তারপরেই উমা আসবে বাপের বাড়ি। ঘরের মেয়েকে বরণ করে তুলতে প্রস্তুতি তুঙ্গে বাঙালির। কোথাও মণ্ডপ হচ্ছে, কোথাও লাগছে আলো। অনেকে শেষ মুহূর্তের কেনাকাটায় ব‍্যস্ত। সাজো সাজো রব শহর থেকে জেলায়। অন‍্যদিকে মল্লিক বাড়িতে উমার আগমন ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে। বাবার কাছে ফিরেছেন বাড়ির মেয়ে কোয়েল মল্লিক (Koel Mallick)।

সব বাবাদের কাছেই তাদের মেয়েরা মা দুগ্গার সমান। উপরন্তু কোয়েলের ছবি দেখে একথা স্বীকার করতেই হবে, দেবীর থেকে কম কিছু লাগছে না তাঁকে। বনেদিবাড়ির পুজোগুলির মধ‍্যে ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো অন‍্যতম। এটাই রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের বাড়ির পুজো।

Koel
দূর্গাপুজো উপলক্ষে উমার সঙ্গে সঙ্গে বাপের বাড়ি ফেরেন কোয়েলও। নিজে হাতে বরণ করে মাকে ঘরে নিয়ে আসেন। পুজোর কটা দিন তারকা সুলভ হাবভাব ছেড়ে বাড়ির মেয়ে হয়ে ওঠেন কোয়েল। হাতে হাতে করেন বাড়ির কাজ। মিশে যান অনুরাগীদের সঙ্গেও।

তবে এবার উমা আসার আগেই কোয়েল হাজির মল্লিক বাড়িতে। সৌজন‍্যে পুজো স্পেশ‍্যাল ফটোশুট। ঘিয়ে শাড়ি, লাল ব্লাউজ আর সোনার গয়নায় যেন দেবীর সাজে সেজেছেন কোয়েল। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা পলা আর নাকে নথ পরে সম্পূর্ণ হয়েছে তাঁর লুক।

বনেদি সাজে নানান পোজে ছবি তুলেছেন কোয়েল। ক‍্যাপশনে লিখেছেন, ‘ক‍্যালেন্ডারে দাগ দিয়ে মায়ের আসার প্রতীক্ষায়। আর কিছুদিনের অপেক্ষা।’ কমেন্টে নুসরত জাহান লিখেছেন, ‘তোমাকে অপূর্ব লাগছে!’ নেটিজেনরাও মুগ্ধ কোয়েলের রূপে। কেউ লিখেছেন, দেবী। আবার কারোর প্রশ্ন, তুমি এত সুন্দর কেন?

https://www.instagram.com/p/Cio0mo2piWX/?igshid=YmMyMTA2M2Y=

প্রতি বছর মল্লিক বাড়িতে ধুমধাম করে হয় দূর্গাপুজো। করোনার কারণে গত দু বছর ধরে লোক সমাগম বন্ধ থাকলেও আগে বহু মানুষ ভিড় করত মল্লিক বাড়িতে। দুগ্গা মাকে প্রণাম করার পাশাপাশি জ‍্যান্ত প্রতিমাকেও দর্শন করার সুযোগ পেত সাধারণ মানুষ। পুজোর কটা দিন অভিনেত্রী না, বাড়ির মেয়ে হয়ে ওঠেন কোয়েল। তখন তাঁর নম্র ব‍্যবহার চাক্ষুস করেছেন সকলেই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর