‘এটা হিন্দু সংষ্কৃতি নয়, শাড়ি বা সালোয়ার পরুন’, পালটা জবাবে নিন্দুকদের চুপ করালেন কোয়েল

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের জনপ্রিয়তম অভিনেত্রীদের মধ্যে একজন কোয়েল মল্লিক (Koel Malliick)। বাবা রঞ্জিত মল্লিকের পরিচয়ে টলিউডে পা রাখলেও বাবার ছত্রছায়ায় থাকতে হয়নি তাঁকে। নিজের খ্যাতি তিনি নিজেই অর্জন করেছেন। একসময় টলিউডে কোয়েলেরই রাজত্ব ছিল। কিন্তু এখন ছবির সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।

আগামীতে ফের ‘মিতিন মাসি’ হয়ে ফিরতে চলেছেন কোয়েল। এবারের পুজোর ছুটি কাটবে জঙ্গলে মিতিনের সঙ্গে গোয়েন্দাগিরি করে। দলমা পাহাড়ে টানা শুটিং করে সম্প্রতি কলকাতায় ফিরেছেন কোয়েল অ্যান্ড টিম। সারান্ডার জঙ্গলের গভীরে গিয়ে ছবির শুটিং করেছেন তাঁরা। সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে বড়পর্দায় আসছে ‘জঙ্গলে মিতিন মাসি’।

শুট শেষে থিতু হয়ে এবার সোশ্যাল মিডিয়ায় একে একে ছবি, ভিডিও শেয়ার করছেন কোয়েল। শুটের ফাঁকে তোলা ছবির পাশাপাশি পাহাড়ের এক গুহায় থাকা মন্দিরে পুজো দেওয়ার ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেই ভিডিও নিয়েই ট্রোলড হলেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা গিয়েছে একটি সাদার উপরে জংলা ছাপ ট্রাউজার আর সবুজ টিশার্ট পরে মন্দির দর্শন করতে গিয়েছেন কোয়েল। ভগবানকে ভক্তি ভরে প্রণাম করে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। কিন্তু কয়েকজন নেটবোদ্ধা ঝাঁপিয়ে পড়েছেন কটাক্ষ করার জন্য।

একজন লিখেছেন, ‘বাঙালি বা হিন্দু হিসেবে মন্দিরে যাওয়ার সময়ে আমাদের শাড়ি বা সালোয়ার কামিজ পরে যাওয়া উচিত। আমি আপনাকে বিচার করছি না কিন্তু এটা আমাদের সংষ্কৃতি’। আরো একজন লিখেছেন, ‘পোশাকটা বদলান তাহলে খুশি হব’।

কোয়েলও উত্তর দিয়েছেন। খুবই ভদ্র ভাবে তিনি লিখেছেন, ‘ভক্তি মনের ব্যাপার, পোশাকের নয়। তোমাকেও বিচার করছি না’। কোয়েলের সপাট জবাব বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।

প্রসঙ্গত, এটা মিতিন মাসির দ্বিতীয় ছবি। অরিন্দম শীল পরিচালিত প্রথম ছবিটি বেশ ভাল সাড়া পেয়েছিল বক্স অফিসে। এবার দ্বিতীয় ছবিতে জঙ্গলে চোরাকারবারিদের মুখোমুখি হবে মিতিন। চলতি বছর পুজোতে মুক্তি পেতে চলেছে ‘জঙ্গলে মিতিন মাসি’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর