কোহলি অনেক বেশি ফিট, তাই সচিনের রেকর্ড ভাঙ্গতেই পারে কোহলি, প্রাপ্তন অজি স্পিনার।

আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের 100 টি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। অনেকেই মনে করেন সেই রেকর্ড ভাঙ্গার ক্ষমতা রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। প্রাপ্তন অজি স্পিনার ব্র্যাড হগ সরাসরি বাজি ধরে বসলেন বিরাট কোহলির উপর। তিনি মনে করেন বিরাট কোহলিরই একমাত্র ক্ষমতা রয়েছে শচীন টেন্ডুলকারের 100 টি সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গার।

ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে 70 টি সেঞ্চুরি করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছুঁতে তার দরকার আর মাত্র 30 টি সেঞ্চুরি। অপরদিকে একদিনের ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অনেকটাই কাছে চলে গিয়েছেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে শচীন টেন্ডুলকার করেছেন 49 টি সেঞ্চুরি সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই 43 টি সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে অবশ্য শচীন টেন্ডুলকারের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন কোহলি। টেস্টে শচীন যেখানে 51 টি সেঞ্চুরি করেছেন সেখানে কোহলির রয়েছে মাত্র 27 টি সেঞ্চুরি।

78402273e80e0f589d3ab33f4d19d2b51f5cc2a74371bb091ff21df81bc6b78126e572fe

ব্র্যাড হগের মতে শচীনের সময়ের থেকে এখনকার সময়ে ক্রিকেটারদের ফিটনেস অনেক বেশি। এখন ক্রিকেটাররা আগের থেকে অনেক বেশি ফিট থাকার সুযোগ পায়, কারণ এখন নিয়মিত ফিজিও এবং ডাক্তারদের কাছ থেকে তারা পরামর্শ নেন। এছাড়াও কোন চোট লাগলে সঙ্গে সঙ্গে সেটা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা হয়। এর ফলে খুব কম ম্যাচেই ক্রিকেটারদের মাঠের বাইরে থাকতে হয়। অপরদিকে আধুনিক ক্রিকেটে অনেক বেশি সংখ্যক খেলা হয় এর ফলে শচীনের 100 সেঞ্চুরির রেকর্ড ভাঙতে বিরাট কোহলি খুব একটা অসুবিধা হবে বলে তিনি মনে করেন না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর