বাদ বাবর আজম, রয়েছেন কোহলি ও সূর্যকুমার! ICC-র বিচারে বর্ষসেরা T-20 একাদশে বড় চমক  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছরটা ক্রিকেট বিশ্বে টি-টোয়েন্টি ফরম্যাটের দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ ছিল। গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য গোটা বছরজুড়ে দেশগুলি একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে একে অপরের বিরুদ্ধে। সেই সমস্ত ম্যাচ এবং বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সম্প্রতি আইসিসি (ICC) গত বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি দল বেছে নিয়েছে।

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা শুনলে খুশি হবেন যে ওই দলে ভারতীয় দলের দুজন বড় তারকা জায়গা পেয়েছেন। সেই দুই তারকা হলেন বিরাট কোহলি (Virat Kohli) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গোটা ২০২২ জুড়ে ক্ষুদ্রতম ফরম্যাটে অসাধারণ পারফরম্যান্স করেছেন স্কাই। ওই ফরম্যাটে তিনি গত বছরের সর্বোচ্চ স্কোরার। যোগ্য হিসাবেই ওই দলে আছেন সূর্যকুমার।

surya v kohli

বিরাট কোহলি টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে ভারতের সর্বোচ্চ স্কোরার ও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও তিনি সর্বোচ্চ স্কোরার হিসাবে শেষ করেছিলেন। প্রথম ভাগে ছন্দে না থাকলেও বছরের দ্বিতীয় ভাগে অসাধারণ ফর্ম দেখিয়েছেন বিরাট। ২০২২-এ নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরানও পেয়েছিলেন কোহলি।

অপরদিকে গত বছরের শুরু থেকে এশিয়া কাপের আগে অবধি অসাধারন ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম এই দলে জায়গা পায়নি। সম্ভবত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে মধ্যমানের পারফরম্যান্স করার কারণে এই অবস্থা হয়েছে তার। কিন্তু ওপেনিংয়ে তার সঙ্গী মহম্মদ রিজওয়ান এই দলে আছেন। বিশ্বকাপে ভালো বোলিং করা পাকিস্তান পেসার হ্যারিস রউফও এই একাদশে আছেন। এই দলের নেতৃত্বের দায়িত্বে আছেন জস বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলার হওয়া ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম ক্যারানও এই দলে আছেন।

বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপ্স, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, স্যাম ক‍্যারান, ওয়ারিন্দু হাসরাঙ্গা, হ‍্যারিস রউফ, জশুয়া লিটল

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর