১২ বছরে এই প্রথম, দুঃস্বপ্নের ২০২০-তে বড়সড় অঘটন বিরাট কোহলির কেরিয়ারে

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট কোহলি (Virat Kohli) বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার কারণ বিরাট কোহলির (Virat kohli) পারফরম্যান্স। টিটোয়েন্টি ক্রিকেট হোক কিংবা ওয়ানডে কিংবা টেস্ট ক্রিকেট সব ফরম্যাটেই বিরাট কোহলি (Virat kohli) সমান ভাবে ব্যাটিং করতে পারেন।

2009 সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির অভিষেক হওয়ার পর প্রত্যেক বছর নিয়ম করে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে এই ক্যালেন্ডার বর্ষে অর্থাৎ 2020 সালের ক্যালেন্ডারবর্ষে বিরাট কোহলির কোন আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরি নেই। বিরাট কোহলির মত একজন বিশ্বসেরা ব্যাটসম্যান যার পুরো বছরে একটাও সেঞ্চুরি নেই এটা ভাবতেই পারছে না ক্রিকেট বিশ্ব। তবে এটা সত্যি যে পুরো ক্যালেন্ডারবর্ষে বিরাট কোহলি একটিও ওয়ানডে সেঞ্চুরি করতে পারেননি। তবে এর দায় পুরোপুরিভাবে কোভিড-19 (Covid-19) এর উপর।

157734690caa02c55d11a9902d57764bcf0f6405b2927894cd8463f1186f3ff01f2c8cc22

এই বছরের শুরুর দিকেই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস (Corona virus) সারা বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে যায়। যার ফলে মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়, বন্ধ থাকে সমস্ত খেলাধুলা। দীর্ঘদিন বাইশগজে বল গড়ায় নি। এর ফলে এই বছর খুব কম ক্রিকেট খেলেছে বিরাট কোহলি। পুরো বছরে মাত্র 9 টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। 9 টি ওয়ানডে ম্যাচে 47.88 গড়ে 431 রান করেছেন বিরাট কোহলি। সর্বাধিক 89। ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করলেও এই বছর একটিও ওয়ানডে সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি যা গত দশ বছরে প্রথম।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর