কলকাতার দূর্গাপুজোয় মিশে গেলেন কেকে, খুঁটিপুজোয় উন্মোচিত হল শিল্পীর শেষ অনুষ্ঠানের আদলে মূর্তি

বাংলাহান্ট ডেস্ক: গুঞ্জন আগে থেকেই ছিল। বুধবার তা বাস্তবায়িত হল। কেকে (KK) আর কলকাতার দূর্গাপুজো (Durgapuja) মিলেমিশে এক হয়ে গেল। গত ৩১ মে এর স্মৃতি ফিরিয়ে আনল উত্তর কলকাতার কবিরাজ বাগানের দূর্গোৎসব কমিটি। আসন্ন পুজোয় তাদের এবারের থিম কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে।

এ বছর ৫৭ তম বর্ষে পা দিতে চলেছে এই পুজো। কলকাতায় নজরুল মঞ্চে কেকের শেষ অনুষ্ঠানের থিমই হল এ বছরের পুজোর মূল আকর্ষণ। নজরুল মঞ্চের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। আগেই জানানো হয়েছিল, মণ্ডপে কেকের মূর্তি রাখা হবে। সেই মতো জীবনের শেষ অনুষ্ঠানে গান গাওয়ার আদলেই একটি ফাইবারের মূর্তি বানানো হয়েছে সঙ্গীতশিল্পীর।

4bf05bb6ade4c31f001ace0155415189 original
বুধবার খুঁটিপুজো হল দূর্গোৎসবের। এদিনই উন্মোচিত হল মূর্তিটিও। এদিন উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, তাপস রায়ের মতো রাজনৈতিক ব‍্যক্তিত্বরা। প্রতিবার কবিরাজ বাগানের পুজোর থিম বাছাই করেন কলকাতা কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমল চক্রবর্তী।

নজরুল মঞ্চে কেকের শেষ অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কাজ পড়ে যাওয়ায় যেতে পারেননি তিনি। কেকে কে শেষবার চোখের সামনে দেখার সুযোগ হারিয়ে বিষন্ন হয়ে পড়েছিলেন তিনি।

তখনি ঠিক করেন দূর্গাপুজোর থিমের মধ‍্যে দিয়েই আরো একবার প্রয়াত গায়ককে জীবন্ত করে তুলবেন তিনি। কলকাতার তরফে এভাবেই শ্রদ্ধা জানানো হবে কেকে কে। ঢাকের আওয়াজের সঙ্গে মিলেমিশে যাবে কেকের কণ্ঠ।
যেহেতু কেকের কলকাতা সফরের বিষয়টাই এবারের থিম, তাই শহরে আসার আগে কেকের তোলা সেলফি, নজরুল মঞ্চে গান, কফিনবন্দি প্রয়াত কেকে কে গান স‍্যালুটের মতো দৃশ‍্যগুলি মন্ডপে ফুটিয়ে তোলা হবে বলে খবর।

জাতীয় স্তরের শিল্পী কেকে যে বাঙালির হৃদয়ের কতটা কাছের ছিলেন তা বোঝা গিয়েছিল গত ৩১ মে ও তার পরবর্তী সময়ে। ওইদিন গুরুদাস মহাবিদ‍্যালয়ের অনুষ্ঠানে গান গেয়েছিলেন কেকে। অনুষ্ঠানেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থতা বাড়ে হোটেলে গিয়ে। হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। পরপর বিভিন্ন কলেজের ফেস্টে পারফর্ম করছিলেন গায়ক। কেউ ভাবতেও পারেননি ওটাই তাঁর শেষ পারফরম‍্যান্স হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর