কলকাতা চলচ্চিত্র উৎসবের নতুন চেয়ারম্যান রাজ চক্রবর্তী,পদ খোয়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কমিটির চেয়ারম্যান পদ থেকে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এবং নতুন চেয়ারম্যান হলেন পরিচালক রাজ চক্রবর্তী।তবে কেন এই রদবদল!

   

জানা যাচ্ছে ৯ অগস্ট রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ বছরের অ্যাপেক্স অ্যাডভাইসরি কমিটির সদস্য ও এগজিকিউটিভ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং সেদিনই যে তালিকা প্রকাশ করা হয় সেখানে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। এ বছরের অ্যাপেক্স অ্যাডভাইসরি কমিটিতে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অরিন্দম শীল।এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়,এই বছর উৎসব কমিটির চেয়ারম্যানের পদে থাকবেন পরিচালক রাজ চক্রবর্তী ও সহ-চেয়ারম্যানের পদে ইন্দ্রনীল সেন। কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবে থাকছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

প্রসঙ্গত দিন কয়েক আগেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় যে মুকুল রায়ের সঙ্গে সাম্প্রতিক ঘনিষ্ঠতার জন্য কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদ থেকে বাদ পড়তে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।অবশ্য অভিনেতা এব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

সম্পর্কিত খবর