কলকাতা চলচ্চিত্র উৎসবে সস্ত্রীক অমিতাভ,প্রধান মুখ রাজ চক্রবর্তী,কোন ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

 

   

বাংলা হান্ট ডেস্ক : প্রজ্ঞা দর্শী কবি জীবনানন্দ দাশ একদিন বলেছিলেন কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে কবির এই স্বপ্ন বুঝি বাস্তবায়িত হলো 300 বছরের মহানগরী এখন যেন রূপময় নয়ন মনোহারা চলচ্চিত্র যেন তারা এখন একটা অঙ্গ এই আজব নগরীর ব্যস্ততম শহরে গোলকধাঁধায় ইএম বাইপাসের ধারে বা কখনো পার্কসার্কাসের সঙ্গে স্থলেই হয়ে যেতে পারে ছবির শুটিং এবার কোন ছবির শুটিং নয় এটা হতে চলেছে চলচ্চিত্র উৎসব যার গরিমা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অন্যতম জায়গা করে রয়েছে এই উৎসবে হাজির থাকতে চলেছেন অমিতাভ বচ্চন এবং তার স্ত্রী জয়া বচ্চন।

২৫তম বর্ষ,এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর এই নিয়েই হয়ে গেল সাংবাদিক সম্মেলন আর এবছরই যেহেতু সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবিটির ৫০তম বর্ষ পূর্তি, তাই উৎসবের সূচনা হবে এই ছবি দিয়েই। প্রথমবার থ্রিডিতে দেখানো হবে ছবিটি। এই নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে ১৪ নভেম্বর ছোটদের জন্য চলচ্চিত্র উৎসবে মোট ৪টি ছবি দেখানো হবে।এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও রয়েছে আরো বিখ্যাত কিছু চলচ্চিত্র এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি। উৎসবের থিম মিউজিক বানিয়েছেন বিক্রম ঘোষ।

শুক্রবার শিশির মঞ্চে চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন করেন, চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী মন্ত্রী অরূপ বিশ্বাস ও উপস্থিত ছিলেন কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক।

এবার চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোট  ৯২ টি শর্ট ফিল্ম। দেখানো হবে ৫৭ টি ডকুমেন্টারি।এই প্রঙ্গে এদিন পরমব্রত বলেন, ফিল্মের পথ চলা শুরু শর্ট ফিল্ম থেকে। তাই তার গুরুত্ব ভুলে গেলে চলবে না। তবে এই চলচ্চিত্র উৎসবএ সুরম্য পেরিয়ে প্রধান ফটক থেকেই শুরু হয়ে যায় প্রদর্শনী। অন্য মান্য দেশি-বিদেশি ব্যক্তিদের উপস্থিতিতে তা হয় আরও চমকপ্র।

সম্পর্কিত খবর