শীত আসতে এখনও দেরি, কবে আসবে শীত জানাল আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বর এসে গেল। এখনও বাতাসে শীতের কোনো অনুভূতি নেই। শীত আসবে আসবে করেও শীতের কোনো দেখা নেই। বরং উল্টে গরমের দাপট কম বেশি ভালোই রয়েছে। সেভাবে শীতের আমেজ উপভোগ করতে পারছেন না রাজ্য থেকে শহরতলির প্রত্যেকটি মানুষ।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫। কলকাতার রাতের তাপমাত্রা থাকছে ১৮ ডিগ্রির ওপরে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। কিন্তু কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সেভাবে কোনো প্রভাব পড়েনি। বেলা যত বাড়ছে গরমের প্রভাব ভালো মতো বোঝা যাচ্ছে। দিনের পারদ ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

একের পর এক পশ্চিমি ঝঞ্জঝার কারণে শীতল বাতাস প্রবেশ করতে পারছে না সমতল ভূখন্ডে। তাই জাঁকিয়ে শীত কবে থেকে পরবে এই নিয়ে সঠিক ভাবে কিছুই জানাতে পারল না হাওয়া অফিস।

winter72আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস বলেন, এখন আবহাওয়ার যে পরিস্থিতি তাতে কলকাতায় এই মুহূর্তে ঠান্ডা বেশি আশা করা ঠিক হবে না। ঘূর্ণিঝড় বুলবুলের জন্য তাপমাত্রার পারদ কিছুদিন বেশ কম ছিল। কিন্তু এখন পরিস্থিতি ফের স্বাভাবিক হয়ে গেছে। আপাতত ১৫ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়বে না। আগামী ৩-৪ দিন তাপমাত্রার সেভাবে কোনো হেরফের হবে না। তবে সোমবার থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে শুরু করবে বলে জানালেন আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস।

শীত কবে থেকে ঠিকভাবে পড়বে সেই অপেক্ষায় এখন দিন গুনতে হবে শহর থেকে রাজ্যবাসীকে।

 

 

 

সম্পর্কিত খবর