যাবজ্জীবন খারিজ, ১০ বছরের কারাদণ্ড ছত্রধর মাহাতোর, হাইকোর্টের রায়ে বেকসুর খালাস প্রসূন, রাজা সরখেল

ঝাড়গ্রাম:- ছত্রধর মাহাতো সহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় খারিজ করে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে আদালত বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে প্রসূন চট্টোপাধ্যায় ও রাজা সরখেলকে।

২০০৯ সালে লালগড়ের কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান ছত্রধরদের আইনজীবী। বুধবার সেই মামলাতেই যাবজ্জীবনের নির্দেশ খারিজ করে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

d3bb64a8 09d9 44f2 87f4 153dca43224d ফলে ছত্রধর মাহাতো সহ ৪ জনের ১০ বছরের কারাদণ্ড হল। পাশাপাশি বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়েছে প্রসূন চট্টোপাধ্যায় এবং রাজা সরখেলকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর