বড় চমক! গম্ভীরের “রিপ্লেসমেন্ট” পেয়ে গেল KKR, মেন্টর হিসেবে যোগ দিলেন এই তারকা খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের IPL-এর আগে প্রতি দলেই বড় পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। সেই রেশ বজায় রেখেই এবার গত মরশুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও করে ফেলল বড় বদল। মূলত, গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট খুঁজে পেয়েছে KKR (Kolkata Knight Riders)। এমতাবস্থায়, কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করেছে যে অভিজ্ঞ ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো মেন্টর হিসেবে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। জানিয়ে রাখি, ব্র্যাভো সম্প্রতি সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন:

KKR (Kolkata Knight Riders)-এ এবার নতুন মেন্টর:

নতুন ইনিংস শুরু করলেন ডোয়েন ব্র্যাভো: উল্লেখ্য যে, ব্র্যাভো গত কয়েক মরশুম ধরে IPL-এ চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন। দীর্ঘদিন ধরে এই দলের হয়ে খেলেছেন তিনি। এদিকে, গত মরশুমে তিনি বোলিং কোচ হিসেবে চেন্নাই সুপার কিংসের সাথে যুক্ত ছিলেন। ব্র্যাভো এমএস ধোনির অত্যন্ত কাছের এক বন্ধু। কিন্তু, এবার CSK থেকে আলাদা হয়ে গেলেন তিনি। এদিকে, ব্র্যাভো CPL-এ ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে খেলছেন। এটি KKR (Kolkata Knight Riders) ফ্র্যাঞ্চাইজির দল।

KKR-এ যোগ দেওয়ার পর কি জানালেন ডোয়েন ব্র্যাভো: এদিকে, IPL-এর সফরে নতুন ইনিংস শুরু করার প্রসঙ্গে ব্র্যাভো জানান, “আমি গত ১০ বছর ধরে CPL-এ ত্রিনবাগো নাইট রাইডার্সের অংশ ছিলাম। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের হয়ে ও বিরুদ্ধে খেলেছি। তারা যেভাবে কাজ করে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। মালিকদের আবেগ, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব এবং পরিবারের মতো পরিবেশ একটি বিশেষ স্থান তৈরি করে। এটি আমার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। কারণ আমি খেলা থেকে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের মেন্টরিং এবং কোচিংয়ে নিজেকে রূপান্তরিত করছি।”

আরও পড়ুন: জাদেজাকে ভরসা করতে পারছেন না অধিনায়ক? কানপুর টেস্টে রোহিতের সিদ্ধান্তকে ঘিরে উঠছে প্রশ্ন

T20-র অন্যতম সফল খেলোয়াড় ব্র্যাভো: জানিয়ে রাখি যে, ডোয়েন ব্র্যাভোর ক্রিকেট কেরিয়ার প্রায় ২১ বছরের। এই সময়ের মধ্যে, তিনি তাঁর T20 কেরিয়ারে মোট ৫৮২ টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৬৩১ টি উইকেট নেন এবং ৬,৯৭০ রানও করেন। T20 ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারও তিনি।

আরও পড়ুন: বড়সড় সর্বনাশ চিনের! সমুদ্রে ডুবে গেল নতুন পারমাণবিক সাবমেরিন, মজা নিচ্ছে আমেরিকা

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ব্র্যাভো ১১ বার এক ইনিংসে ৪ টি উইকেট এবং T20 ক্রিকেটে ২ বার ৫ উইকেট নিয়েছেন। এমতাবস্থায়, এবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে মেন্টর হিসেবে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন ডোয়েন ব্র্যাভো।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর