fbpx
টাইমলাইনপশ্চিমবঙ্গ

পুজোয় ভিড় সামলাতে পদক্ষেপ গ্রহণ মেট্রো কতৃপক্ষের।

 

বাংলা হান্ট ডেস্ক: পুজোয় ভিড় সামাল দিতে প্রতিবছরই বাড়তি পরিষেবার ব্যবস্থা করে মেট্রোরেল কর্তৃপক্ষ। চালানো হয় অতিরিক্ত রেকও। তাও সামলানো যায় না ভিড়।তার ওপর এ বছর একাধিক দুর্ঘটনার জন্য বারবারই সংবাদপত্রে র শিরোনামে উঠে এসেছে কলকাতার মেট্রো। তাই এবার পুজোর ভিড় সামলাতে আরও বেশী তৎপর কতৃপক্ষ।

 

পুজোর সময় চতুর্থী,পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলাচল করবে মেট্রো এবং সপ্তমী, অষ্টমী, নবমীতে দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। সম্প্রতি এমনটাই জানানো হয় কতৃপক্ষের তরফে।

 

যদিও এ বছর বেশ কিছু রেক বসে যাওয়ার কারণে খানিকটা সমস্যায় পড়তে হয়েছে কর্তৃপক্ষকে। তবে যাত্রী পরিষেবায় সবরকম সমস্যা এড়াতেই উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ।পুজোর সময় আর কিকি ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনায় বসবে কতৃপক্ষ।।

Leave a Reply

Back to top button
Close
Close