৮ ই সেপ্টেম্বর চালু হচ্ছে না মেট্রো! কলকাতায় কবে চালু হতে পারে মেট্রো রেল পরিষেবা?

Bangla Hunt Desk: কলকাতায় (Kolkata) মেট্রো রেল (Metro rail) পরিষেবা কবে চালু হবে এই দ্বন্ধে বাংলার মানুষজন।  বাংলায় এই মুহূর্তে আনলক ৪। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। চলতি মাসের শুরুতেই ঠিক করা হয়েছিল, যাতায়াতের সুবিধার্থে নির্দিষ্ট কিছু বিধি নিষেধ মান্য করেই মেট্রো রেল চালু হবে সেপ্টেম্বরেই। প্রথমে নির্ধারিত হয় ৭ ই সেপ্টেম্বর। কিন্তু এদিন লকডাউন থাকায় তাঁর পরের দিন অর্থাৎ ৮ তারিখ নির্ধারন করা হয়।

বৈঠক হয় নবান্নে
মেট্রো রেল চলাচলের সিদ্ধান্ত নিলেও, কোন তাড়াহুড়ো করতে চাইছে না সরকার ও মেট্রো রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে প্রশাসনের এক বৈঠক সম্পন্ন হয় নবান্নে। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার, নবান্নের অতিরিক্ত মুখ্যসচিব, পরিবহণ দফতরের আধিকারিক, কলকাতা পুরসভার আধিকারিক, ডিরেক্টর জেনারেল, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এই বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর মধ্যে প্রধান হল ৮ নয়, মেট্রো পরিষেবা চালু হতে পারে ১৪ অথবা ১৫ ই সেপ্টেম্বর থেকে।

image 141

থাকছে না টোকেন সিস্টেম
বৈঠকে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মুহূর্তে টিকিটের জন্য কোন টোকেন ব্যবস্থা থাকছে না। শুধুমাত্র যে সকল যাত্রীদের কাছে স্মার্ট কার্ড রয়েছে। তারাই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। তবে পরবর্তীতে একটি অ্যাপের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে ডিজিটালি স্মার্ট কার্ডে টাকা যোগ করতে পারবেন যাত্রীরা।

সাহায্য করতে হবে কলকাতা পুলিশকে
বৈঠকে মেট্রো রেল কর্তৃপক্ষ কলকাতা পুলিশের সাহায্য চেয়েছেন। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, মেট্রোর ভিতরের এলাকা তাঁদের নিয়ন্ত্রণাধীন থাকলেও, বাইরের এলাকা সামলানোর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। যাত্রী সুরক্ষার ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্ত মেট্রো রেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হলেও, বাইরের এলাকায় যাতে বেশি ভিড় জমায়েত হতে না পারে, সেদিকে প্রশাসনকে নজর দিতে হবে। তবে দীর্ঘদিন পর এই নতুন রূপে মেট্রো পরিষেবা যাতে সুষ্ঠ ভাবে চলতে পারে, তাঁর জন্য রাজ্য সরকার সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে।

kolkata metro

আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে চালু হতে পারে কলকাতা মেট্রো পরিষেবা। সেইমতই বিভিন্ন স্টেশনে স্টেশনে জোরকদমে চলছে স্যানিটাইজেশনের কাজ। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে যাত্রী সুরক্ষার বিষয়ও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর