নতুন মাইলফলক কলকাতা মেট্রোর! গত ৫ মাসে যে হারে যাত্রীরা চড়েছেন, হিসেব দেখলে মাথা ঘুরে যাবে!

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে কলকাতা ও শহরতলীর পরিবহণ মাধ্যমের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। স্কুল-কলেজ থেকে শুরু করে উৎসব-পার্বণের দিনগুলিতে কলকাতা মেট্রোয় যাত্রীসংখ্যা থাকে চোখে পড়ার মতো। ক্রমশ কলকাতা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলাগুলিতেও নিজের ট্র্যাক বিস্তার করছে কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) নয়া রেকর্ড

শুধু উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত নয়, কলকাতা মেট্রোর (Kolkata Metro) মানচিত্রে একে একে যুক্ত হয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিও। তবে এবার কলকাতা মেট্রো যাত্রী সংখ্যার নিরিখে তৈরি করল নতুন মাইলফলক। কলকাতা মেট্রোর একটি পরিসংখ্যান বলছে, গত ৫ মাসে (জুলাই থেকে নভেম্বর) কলকাতা মেট্রোয় সফর করেছেন প্রায় ৯.৩ কোটি যাত্রী।

mumbai metro 2024 10 cce5bf090e5e9f3e22e2d082d7929f44

সব থেকে বেশি যাত্রী চাহিদা ছিল কলকাতা মেট্রোর ব্লু লাইনে। মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) গত ৫ মাসে যাতায়াত করেছেন প্রায় ৪ কোটি যাত্রী। গ্রিন লাইনে (সল্টলেক সেক্টর ভি-শিয়ালদহ এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড) গত ৫ মাসে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৬১ লক্ষ ও ৬৪ লক্ষ। গত ৫ মাসে ২.৭ লক্ষ যাত্রী পরিবহণের জন্য বেছে নিয়েছেন অরেঞ্জ লাইনকে (কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায়)।

আরোও পড়ুন : ৩ বছর ব্যবহার করেননি ফোন! অদম্য জেদ ও অক্লান্ত পরিশ্রমে মাত্র ২৪ বছর বয়সে IAS অফিসার হলেন নেহা

অন্যদিকে, গত ৫ মাসে পার্পল লাইনে (জোকা-মাঝেরহাট) যাত্রী (Passenger) সংখ্যা ছিল ৭৯০০০ জন। প্রসঙ্গত, চলতি বছরের দুর্গা পুজোর সময় অর্থাৎ ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত কলকাতা মেট্রোয় (Kolkata Metro) পরিবহণ করেছিলেন প্রায় ৫০.৫ লক্ষ যাত্রী, যা ছিল গত বছরের দুর্গা পুজোর তুলনায় ১.৭৭ শতাংশ বেশি।

Kolkata surprised by setting a new record.

এছাড়াও কলকাতা মেট্রো সূত্রে খবর, মেট্রো রেলে যাত্রী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল পেমেন্টের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। মেট্রোর মোট আয়ের ২৫.৫১ শতাংশেরও বেশি এখন আসছে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। গত জুলাই থেকে ধীরে ধীরে UPI, নেট ব্যাঙ্কিং এবং ডেবিট/ক্রেডিট কার্ড পেমেন্ট বৃদ্ধি পেয়েছে কলকাতা মেট্রোয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর