আইসোলেশন পর্ব শেষ হয়ে গেলেও আরও ৭ দিন আইসোলেশনে থাকতে হবে কলকাতা-মুম্বাইকে

বাংলাহান্ট ডেস্কঃ কোভিড প্রটোকল অনুযায়ী আবুধাবিতে পৌঁছানোর পর আইসোলেশন পর্ব শেষ হয়ে গিয়েছে আইপিএলের দুই ফ্রাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু আবুধাবির কোভিড প্রটোকল অনুযায়ী সমস্যায় পড়ে গিয়েছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। আইসোলেশন পর্ব শেষ হয়ে গেলেও এখনই মাঠে নামার অনুমতি মিলছে না দীনেশ কার্তিক, রোহিত শর্মাদের। মাঠে নামার জন্য এখনও বেশ কয়েক দিনের অপেক্ষা করতে হবে তাদের।

   

আইপিএল খেলতে ইতিমধ্যেই আটটি ফ্র্যাঞ্চাইজি দল পৌঁছে গিয়েছে আবুধাবিতে। নিয়ম মতো আবুধাবি পৌঁছে প্রত্যেক দলকেই প্রথমে ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, তারপর তারা মাঠে নামার সুযোগ পাবে। নিয়ম মত আইসোলেশন পর্ব শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু এখনও সাত দিন আইসোলেশনে থাকতে হবে রোহিত, কার্তিকদের। আর এতেই সমস্যায় পড়ে গিয়েছে এই দুই দল।

জানা গিয়েছে ছয় দিনের আইসোলেশন পর্ব শেষ হওয়ার পরে এখনো সাত দিনের আইসোলেশনে থাকতে হবে এই দুই দলকে। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী প্রত্যেক আইপিএল ফ্রাঞ্চাইজি দল আবুধাবি পৌঁছানোর পর প্রথম ছয় দিন হোটেলেই আইসোলেশনে থাকবে তারপর তারা মাঠে নামার অনুমতি পাবে। কিন্তু আবুধাবির কোভিড প্রটোকল অনুযায়ী ছয় দিন নয় বরং 14 দিন আইসোলেশনে থাকতে হবে প্রত্যেক দলকে। আর সেই নিয়ম অনুযায়ী এখনই মাঠে নামতে পারছে না কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের আরো বেশ কয়েক দিনের অপেক্ষা করতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর