ফোন বন্ধ, ফের নিখোঁজ মানিক! CBI জেরা এড়ানোর জেরে দায়ের হল মিসিং ডায়েরি

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) দ্বারা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) সিবিআই (CBI) দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে রাত ৮ টার সময়ে তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছে যেতে বলা হলেও অবশেষে হাজিরা এড়ান তিনি। এমনকি, মানিকের বাড়িতে পৌঁছে গেলেও তাঁর কোনরকম খোঁজ মেলেনি আর অবশেষে এই কারণেই যাদবপুর (Jadavpur) থানায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক অভিযোগ ক্রমশ সামনে এসে চলেছে। এসএসসি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। এছাড়াও অশোক সাহা, কল্যানময় ভট্টাচার্যের মত অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকরা ক্রমশ বিপাকে পড়ে চলেছেন। এই পরিস্থিতিতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি ইতিমধ্যেই চাঞ্চল্যে সৃষ্টি করেছে।

কি অভিযোগ মানিকের বিরুদ্ধে? অতীতে পর্ষদের সভাপতি পদে নিযুক্ত থাকলেও নিয়োগ সংক্রান্ত মামলায় একের পর এক দুর্নীতি সামনে আসতে কলকাতা হাইকোর্ট দ্বারা তাঁকে পদ থেকে অপসারিত করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সিবিআই এবং ইডির নিকট জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার পৌঁছেও যান মানিক ভট্টাচার্য।

এর মাঝেই গতকাল একটি মামলার শুনানি চলাকালীন আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় যে, ২০১৪ প্রাথমিক টেট পরীক্ষায় মোট ১২ লক্ষ উত্তরপত্র নষ্ট হয়ে গিয়েছে। এক্ষেত্রে এত বিপুল পরিমাণ উত্তরপত্র নষ্ট হওয়ার পেছনে কোন রহস্য রয়েছে, তা খুঁজে বার করতে মানিককে সিবিআই দফতরে হাজির থাকার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, এক্ষেত্রে সিবিআই চাইলে তাঁকে গ্রেফতার পর্যন্ত করতে পারে বলে জানান বিচারপতি।

যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি মেলে পর্ষদ প্রাক্তন সভাপতির। এক্ষেত্রে আগামী ২৪ ঘন্টা মানিককে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে এক্ষেত্রে সিবিআই দফতরে হাজির থাকার নির্দেশ বহাল থাকলেও শেষ পর্যন্ত হাজিরা এড়ান তিনি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত আটটার আগে মানিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে যায় তারা। এক্ষেত্রে বাড়ির কেয়ারটেকারদের সঙ্গে কথা বলে এক টাকার খালি হাতেই ফেরে পুলিশ এবং এরপরই যাদবপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় বলে খবর।

Untitled design 2022 09 23T162934.043

উল্লেখ্য, গতকাল সকালে দিল্লিতে থাকলেও পরবর্তীতে তাঁকে কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের নিখোঁজ ডায়েরি এবং হাইকোর্টের নির্দেশ মাঝে মানিক ভট্টাচার্যের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর