এবার উত্তরবঙ্গ পৌঁছে যাবেন আরোও তাড়াতাড়ি! বহু ট্রেনের স্পিড বাড়িয়ে দিল রেল, দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন যাবত এই রদবদল করা হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক ট্রেনের সময়সূচিতে (Train Timings)। ট্রেনের টাইম চেঞ্জ করার মূল কারণ হিসেবে অবশ্য বিভিন্ন স্টেশনে নাইন এবং অন্যান্য মেরামতির কাজের কথাই রেলওয়ে (Indian Railway) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। মেল ও এক্সপ্রেস ট্রেনের (Express trains) সময়সূচির (Time Table) অদলবদল করা হয়েছে সীমান্ত রেলওয়ের বেশ কিছু স্টেশনের ক্ষেত্রে।

এছাড়াও, কিছু ট্রেনের যাত্রার সময় কমাতে গতি বাড়ানোর (Speed Increase) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন ট্রেনের ক্ষেত্রে ১৫ মিনিট আবার কোন ট্রেনের ক্ষেত্রে ১ ঘন্টা সময় এখন কম লাগছে। ইতিমধ্যেই, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের স্পিড বেড়ে যাওয়া ট্রেনের তালিকায় আছে বেশ কয়েকটি ট্রেন। এই প্রতিবেদনে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

indian railways train main

১) ১৫৯৫৯নং (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেস :  ০১.০২.২০২৩ তারিখ থেকে বেশ কয়েকটি স্টেশনে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে ট্রেন ঢুকবে। সেই স্টেশনগুলির তালিকায় আছে লামডিং, ডিফু, ডিমাপুর, সরুপথার, বরপথার, ফরকাটিং জং, মরিয়নি জং, আমগুড়ি, সিমলুগুড়ি জং, ভজো, নামরূপ, নাহরকটিয়া, দুলিয়াজান, নিউ তিনসুকিয়া ও ডিব্রুগড়। ফলে, এই ট্রেনটির পুরো যাত্রার সময় ১৫ মিনিট বাঁচবে বলেই মনে করা হচ্ছে।

২) ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ-অসম এক্সপ্রেস : ফরকাটিং জং, মরিয়নি জং, সিমলুগুড়ি জং, ভজো, নিউ তিনসুকিয়া ও ডিব্রুগড় স্টেশনে নির্ধারিত সময়ের আগেই ট্রেনটি ঢুকবে। ০১.০২.২০২৩ তারিখ থেকেই এই নতুন সফর শুরু হবে।

৩) ১৩১৪১নং (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) তিস্তা তোর্সা এক্সপ্রেস : প্রায় ০১ ঘণ্টায় কম সময় লাগবে ট্রেনটির। ট্রেনের সময়সূচি নির্ধারিত সময়ের আগে করা হয়েছে আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, ধুপগুড়ি, ফালাকাটা, ঘোকসাডাঙ্গা, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার স্টেশনে।

৪) ১৫৯৩৪নং অমৃতসর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস : এই ট্রেনটির  ৩৫ মিনিট সময় কমছে। এই ট্রেনের সময়সূচি ০৩.০২.২০২৩ তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী করলেন চলবে। লামডিং, ডিফু, ডিমাপুর, ফরকাটিং জং, মরিয়নি জং, সিমলুগুড়ি জং ও নিউ তিনসুকিয়া স্টেশনে সংশোধন করা হয়েছে।

৫) ১৫৯০২নং তিনসুকিয়া-লামডিং এক্সপ্রেস ০১.০২.২০২৩ তারিখ থেকে ট্রেনের সময় সূচি লামডিং স্টেশনে দ্রুত করা হয়েছে। এই ট্রেনটি মাত্র ০৫ মিনিট সময় বাঁচাবে।

৬) ১৫৯৬২নং ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস : ০২.০২.২০২৩ তারিখ থেকে রাঙ্গাপাড়া নর্থ, ওদালগুড়ি ও টংলা স্টেশনে কম সময় দাঁড়াবে।

৭) ১৫৯৬০নং ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস :  ০১.০২.২০২৩ তারিখ থেকে ট্রেনটির সময়সূচি মরিয়নি জং স্টেশনে সংশোধন করা হয়েছে।

৮) ১৫৮১৩নং ডেকারগাঁও-মুর্কংসেলেক এক্সপ্রেস : ট্রেনটি মুর্কংসেলেক স্টেশনে ১০ মিনিট কম দাঁড়ানোর জন্য মোট ১০ মিনিট সময় বাঁচবে।

৯) ১৫৬০৪নং লিডু-গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস :  ০১.০২.২০২৩ তারিখ থেকে ট্রেনের সময়সূচি গুয়াহাটি স্টেশনে ১০ মিনিট কম সময় দাঁড়িয়ে ১০ মিনিট সময় বাঁচাবে।

তবে কোনও ট্রেনে যাত্রা শুর করার আগে রেলের নিজস্ব পোর্টালে বা রেল স্টেশনে প্রকৃত সময় দেখে নিতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর