তিলোত্তমার মুকুটে নয়া পালক! দেশের মধ্যে নিরাপদ শহর কলকাতা, কমেছে অপরাধের সংখ্যা

বাংলাহান্ট ডেস্কঃ বিগত কয়েক বছরের তুলনায় কলকাতায় (kolkata) কমেছে অপরাধের সংখ্যা- এমনটাই বলছে এনসিআরবির রিপোর্ট। দেশের অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের সংখ্যা বাড়লেও, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে কলকাতায় অনেকাংশে কমেছে অপরাধের পরিমাণ।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে, কলকাতায় ২০১৮ সালে অপরাধের সংখা ছিল ১৯ হাজার ৬৮২ টি। সেই সংখ্যা ২০১৯ সালে কমে হয়েছে ১৭ হাজার ৩২৪ টি এবং তা ২০২০ সালে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৭ টিতে।

হিসেব করে দেখা গেছে, দিল্লীতে প্রতি ১ লক্ষ মানুষ পিছু অপরাধের হার ১৬০৮.৬, মুম্বইয়ে ৩১৮.৬ চেন্নাইতে ১৯৩৭.১, সুরাতে ১৩০০, আহমেদাবাদে ১৩০০ আর কলকাতায় এই পরিমাণ ১২৯.৫।

অন্যদিকে, ধর্ষণ কেস ২০২০ সালে দিল্লীতে ছিল ৯৬৭ টি, মুম্বইয়ে ৩২২ টি, জয়পুরে ৪০৯ টি, বেঙ্গালুরুতে ১০৮টি। কিন্তু কলকাতায় মাত্র ১১ টি।

নারীদের উপর অত্যাচারের হিসেবে পণের জেরে দিল্লীতে যেখানে মারা গিয়েছিলেন ১১১ জন মহিলা, কলকাতায় সেই সংখ্যা মাত্র ৯ জন।

অপরাধের দিক থেকে কলকাতা এখন অনেক নিরাপদ। এখানকার মহিলারা অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা হলেও স্বাধীন ভাবে রাস্তায় ঘুরতে পারে। মেয়েদের উপর অত্যাচার কমে গিয়েছে অনেকাংশে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর