অনিকেতকে পাল্টা জবাব! মুখচোরা শ্যামলীর এ কোন রূপ? প্রোমো দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির বিনোদনের ডেলি ডোজ মানেই মেগা সিরিয়াল। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই পছন্দের টিভি সিরিয়াল দেখতে বসে পড়েন দর্শক। তবে ইদানিং শুধু সন্ধ্যা বেলাতেই নয় বেশ কিছু সিরিয়াল সম্প্রচারিত হচ্ছে দুপুর বেলা থেকেও। তবে এই মুহূর্তেএক ঝাঁক বাংলা সিরিয়ালের ভিড়ে দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ।

 ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকের ধামাকা প্রোমো

এই ধারাবাহিককে (Kon Gopone Mon Bheseche) প্রধান নায়ক অনিকেতের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা (Aniket) রণজয় বিষ্ণু এবং তার বিপরীতে শ্যামলীর (Shyamoli) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সম্প্রতি এই ধারাবাহিকে (Kon Gopone Mon Bheseche) দেখা গিয়েছে শ্যামলী আর অনিকেতকে বোকা বানানোর জন্য অহনা অরুণাভ আর তৃষার  সাহায্য নিয়ে ইভেন্ট ম্যানেজারের ভুয়ো পরিচয় দিয়ে দুজন লোক পাঠিয়েছিল।

   

যারা শ্যামলী আর অনিকেতকে বোকা বানিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। এই পরিস্থিতিতে পরিবারের সম্মান তথা গ্রেট বেঙ্গল ক্যাটারার’কে বাঁচানোর জন্য নিজের কাঁধে দায়িত্ব তুলে নেয় শ্যামলী। আর তারপরেই নিজের বুদ্ধিতেই কামাল করে দেখিয়েছে সে। দেখা যায় মন্দার ও তার বন্ধুদের সাহায্য নিয়ে খুব সুন্দর করে অনুষ্ঠান বাড়ি সাজিয়ে তোলে শ্যামলী। অন্যদিকে শ্যামলীকে  খুব সুন্দর করে সাজতে দেখে ফিদা হয়ে যায় অনিকেত।

তখন শ্যামলীকে অনিকেতের সামনে ছোট করার জন্য অহনা শ্যামলী খাবারে মদ মিশিয়ে দেয়।  কিন্তু অনিকেত রেগে যাওয়ার পরিবর্তে তাকে আরো বেশি করে যত্ন করতে শুরু করে। এরই মধ্যে এসে গিয়েছে এই ধারাবাহিকের এক ধামাকা প্রোমো। সেখানে দেখা যাচ্ছে কোনো  কারণবশত শ্যামলী অনেকেতের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তারা দুজনেই রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। কিন্তু অনিকেত ভাবে শ্যামলী তার আছে ক্ষমা চাইতে এসেছে।

আরও পড়ুন : প্রাক্তন প্রেমিকের সাথে মিলে যাবে সন্তান জন্মের তারিখ! আসল বেবিবাম্প দেখিয়ে ফটোশ্যুট দীপিকার

কিন্তু তার ভুল ভাঙিয়ে দিয়ে শ্যামলী অনেকেতকে সাফ জানিয়ে দেয়, ‘আপনি আমার ওপর রাগ করে অহনার কাছে গিয়ে থাকছেন তো স্যার? একদিন দেখবেন অহনা আপনাকে পথে বাসাবে। তখন আপনি আপনার ভুল বুঝতে পারবেন। কিন্তু সেদিন আমি আর আপনাকে ঘরে তুলব না।’ এই বলে রেস্টুরেন্টের বিল মিটিয়ে সেখান থেকে বেরিয়ে যায় শ্যামলী।

আর মুখচোরা শ্যামলীকে এইভাবে মুখের ওপর পাল্টা জবাব দিতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে অনিকেত। অন্যদিকে রেস্টুরেন্টে থাকা লোকজন শ্যামলীর কথা শুনে তাকে প্রশংসায় ভরিয়ে দেয়। আর বলতে থাকেন।, ‘এতদিন এই কথা বরেরাই শুধু বউদের বলে এসেছে। আজ কোনো বউ একথা বলল।’ আর তারপরেই ‘কেয়া বাত, কেয়া বাত’ বলে হাততালি দিতে শুরু করেন সবাই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর