‘দিদিই দূর্গা, তিনিই বাঁচাবেন’, ভোট প্রচারে গিয়ে মন্তব‍্য কৌশানির

বাংলাহান্ট ডেস্ক: দরজায় কড়া নাড়ছে একুশের বিধানসভা নির্বাচন (election)। তৃণমূল (tmc) ইতিমধ‍্যেই প্রকাশ করেছে তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা। বড়সড় চমক দিয়ে এবার প্রার্থী তালিকায় স্থান পেয়েছে একাধিক তারকা প্রার্থী। উনিশের লোকসভা নির্বাচনে যেসব কেন্দ্রগুলিতে বিজেপির পাল্লা ভারী ছিল তার বেশ কয়েকটিতে তারকা প্রার্থী ভরসা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (mamata banerjee)।

এমনি একটি কেন্দ্র হল কৃষ্ণনগর (krishnanagar) উত্তর। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন কৌশানি মুখার্জি (koushani mukherjee)। বেশ কয়েকদিন আগেই রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি। যোগ দিয়েছেন সবুজ শিবিরে। আর যোগ দিয়েই নির্বাচনী টিকিটও পেয়ে গিয়েছেন কৌশানি‌‌।

Koushani Mukherjee smiling picture
প্রচার ইতিমধ‍্যেই শুরু করে দিয়েছেন অভিনেত্রী। কৃষ্ণনগরে নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছে সেখানে থাকার জন‍্য বাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন তিনি। কৌশানির বক্তব‍্য, কৃষ্ণনগরেই তিনি থাকবেন আপাতত। যতক্ষণ না বাড়ি ভাড়া পাচ্ছেন ততক্ষণ ভরসা হোটেল।

জি ২৪ ঘন্টাকে দেওয়া সাক্ষাৎকারে কৌশানি জানান, এই এলাকার সঙ্গে তিনি আগে থেকেই পরিচিত। তাঁর প্রথম ছবির শুটিং হয়েছিল এখানে। আর এখন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের দূত হয়ে এখানে এসেছেন। বিজেপির সঙ্গে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের লড়াই হচ্ছে। দিদিই দূর্গা, তিনিই বাঁচাবেন। এমনটাই বক্তব‍্য কৌশানির।

অভিনেত্রী আরো বলেন, “বড়দের কথা শুনে চলব। তাঁরাই জিততে সাহায‍্য করবেন। এক মিনিটও সময় নষ্ট করতে চাই না। জিতে অনেক কাজ করার ইচ্ছা আছে। এখানকার মানুষদের সব সমস‍্যা মেটানোর চেষ্টা করব।”

এর আগে শোনা গিয়েছিল বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেতা বনি সেনগুপ্ত। বনির সঙ্গে সঙ্গে তাঁর বিশেষ বান্ধবী কৌশানিও দল বদলে যেতে পারেন বিজেপিতে। এমনি জল্পনা তুঙ্গে ওঠে। শোনা গিয়েছিল, উত্তর কলকাতায় কোনো একটি আসনে বিজেপির তরফে প্রার্থী করা হতে পারে বনিকে। গেরুয়া দলে গেলে বালিগঞ্জ থেকে কৌশানিকে প্রার্থী করা হতে পারে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের তরফেই কৃষ্ণনগর উত্তরে প্রার্থী করা হয় কৌশানিকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর