শিবলিঙ্গের উপর কন্ডোম, সায়নীর বিরুদ্ধে FIR নিয়ে মুখ খুললেন কৌশিক সেন, সিধু, রুদ্রনীলরা

বাংলাহান্ট ডেস্ক: বাংলার চলচ্চিত্র জগৎ এখন উত্তাল অভিনেত্রী সায়নী ঘোষকে (sayani ghosh) নিয়ে। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে সায়নীর বিরুদ্ধে সম্প্রতি মামলা দায়ের করেছেন বিজেপি বিধায়ক তথাগত রায়। এই নিয়েও জোর শোরগোল শুরু হয়েছে রাজ‍্য রাজনীতি তথা চলচ্চিত্র জগতে।

এই প্রসঙ্গে নিজেদের মতামত ব‍্যক্ত করেছেন রাজ‍্যের বুদ্ধিজীবীরাও। বামপন্থী মনোভাবাপন্ন অভিনেতা কৌশিক সেনের (koushik sen) কথায়, সায়নী যদি অতীতে কোনো বিষয় নিয়ে টুইট করে থাকেন তবে তাঁকে তার দায়িত্ব নিতেই হবে। তবে যখন সায়নী বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন তখনি এটা কেন হল? পোস্টটি কারোর ভাবাবেগে আঘাত করে থাকলে আগেই তা করেছে। তবে কৌশিক সেনের ব‍্যক্তিগত মত, রুচিসম্মত হয়নি পোস্টটি।


গায়ক সিধুর (sidhu) সাফ বক্তব‍্য, শিল্পীর বাক স্বাধীনতা বন্ধ করা উচিত নয়। তাতে রাজ‍্য তথা দেশেরই ক্ষতি। সিধু আরো বলেন, ২০১৫ তে করা কারোর টুইট এখন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন‍্য বের করে আনাকে তিনি একেবারেই সমর্থন করছেন না।

অভিনেতা রুদ্রনীল ঘোষ (rudranil ghosh) রাজনৈতিক বিষয়ে বিশেষ মতামত রাখেন তা সকলেই জানেন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। সায়নীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে তাঁর বক্তব‍্য, ভারতে যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছেন সেখানে এমনতর একটি টুইট মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতেই পারে। সেক্ষেত্রে সায়নীর ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়াই উচিত ছিল বলে মত রুদ্রনীলের।

সম্প্রতি সায়নী মন্তব‍্য করেন, ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে হুঙ্কার দিচ্ছে বিজেপি। এতে রুদ্রনীল বলেন, তিনি অন্তত পশ্চিমবঙ্গে কোথাও দেখেননি রামের নামে জোর করে ভয় দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, সায়নী এমন মন্তব‍্য করেছেন বলেই মানুষ তাঁর অতীত খুঁড়ে দেখছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি বিধায়ক তথাগত ঘোষ সায়নী ঘোষের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় FIR দায়ের করেছেন। ভাইরাল হওয়া ২০১৫ তে সায়নীর করা একটি টুইটের বিরুদ্ধেই এই FIR। টুইটে একটি কার্টুন পোস্ট করেছিলেন সায়নী যেখানে দেখা গিয়েছিল শিবলিঙ্গের উপর কন্ডোম পরানো রয়েছে। এই টুইট মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এমনি অভিযোগ তুলে দায়ের হয় FIR।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর