‘মিঠাই’কে টেক্কা দিয়ে টিআরপি শীর্ষে ফের ‘কৃষ্ণকলি’, ধারেকাছে নেই ‘রাণীমা’

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনে অন‍্যতম জনপ্রিয় চ‍্যানেল জি বাংলা (zee bangla)। দীর্ঘদিন ধরে নানান ধরনের সিরিয়াল (serial) ও রিয়েলিটি শো দিয়ে দর্শকদের মন জয় করে এসেছে এই চ‍্যানেল। জি বাংলার সিরিয়ালগুলির টিআরপি (trp) সম্পর্কে নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। সপ্তাহ শেষে টিআরপি তালিকায় একাধিক স্থান দখল করে জি‌ বাংলার ধারাবাহিকগুলি।

আর তার ঝলকই দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। লাগাতার কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল খড়কুটো প্রথম স্থানে থেকে আসলেও জি বাংলায় মিঠাই শুরু হওয়ার পর থেকেই প্রথম স্থানের দখল করে নেয়। মাত্র কিছুদিন হল শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক। আর শুরু থেকেই মন জয় করে নিয়েছে সবার। মিঠাই সিডের টক মিষ্টি প্রেম খুব তাড়াতাড়িই শীর্ষে তুলেছে টিআরপি।


তবে এই সপ্তাহে একটু বদল ঘটেছে টিআরপি তালিকায়। সবাইকে চমকে দিয়ে নাম মাত্র তফাতে মিঠাইকে টপকে শীর্ষ স্থান দখল করে বসেছে কৃষ্ণকলি। দীর্ঘদিন ধরে চলে আসা এই মেগায় এখন নিখিল শ‍্যামার পুরনো প্রেমের সঙ্গে যোগ হয়েছে আরো এক টুইস্ট। রাধারাণীর জায়ের ছেলে, শ‍্যামার মেয়ে কৃষ্ণা ও তার মেজ জায়ের মেয়ে মুন্নিকে নিয়ে তৈরি হয়েছে ত্রিকোণ প্রেমের গল্প। স্বাভাবিক ভাবেই টিআরপি বাড়ছে চড়চড়িয়ে।

১০.২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে কৃষ্ণকলি। ১০.১ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মিঠাই। তৃতীয় স্থানে জায়গা হয়েছে স্টার জলসার খড়কুটোর। এই সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট ৯.২। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার দুই সিরিয়াল যমুনা ঢাকি ও অপরাজিতা অপু। প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৯ ও ৮.২। স্টার জলসার মহাপীঠ তারাপীঠ রয়েছে ষষ্ঠ স্থানে, পয়েন্ট ৮। তবে করুণাময়ী রাণী রাসমণির দিনদিন অবস্থা বেশ খারাপের দিকে যাচ্ছে। ৭.৭ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে এই সিরিয়াল।


বাংলা টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে টক্কর চিরদিনের। কে কার থেকে টিআরপির দিক দিয়ে কতটা এগিয়ে থাকবে সেই নিয়ে দ্বন্দ্ব লেগেই রয়েছে। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন। প্রতি সপ্তাহেই টিআরপি রেটিংয়ে সেরা ধারাবাহিকগুলির নাম প্রকাশিত হয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর