‘সবটাই ছিল স্ক্রিপ্টেড’, নিজেকে সাংবাদিক হিসেবে মনেই করেন না, জনপ্রিয় শো নিয়ে বিষ্ফোরক কৃষ্ণকিশোর

বাংলাহান্ট ডেস্ক : কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় (Krishnokishore Mukherjee), বর্তমান বাংলা সিরিয়ালের দর্শকরা তাঁকে তাঁকে অভিনেতা হিসেবে চিনলেও অনেকেই জানেন তাঁকে চেনেন জনপ্রিয় সঞ্চালক হিসেবে। একটি নামী শো তে দীর্ঘদিন ধরে সংবাদ পাঠ, সঞ্চালনা করতে দেখা গিয়েছিল তাঁকে। আগ্রহ জাগানো খবর আর সঙ্গে কৃষ্ণকিশোরের (Krishnokishore Mukherjee) গমগমে কণ্ঠ, শোটি জনপ্রিয় হতে বেশি সময় লাগেনি। কিন্তু পরবর্তীকালে হারিয়ে যান তিনি। আর কোনোদিন সংবাদ পাঠ বা সঞ্চালনায় দেখা যায়নি তাঁকে। কেন? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা।

সিরিয়ালে অভিনয় দিয়ে মন জয় করেছেন কৃষ্ণকিশোর (Krishnokishore Mukherjee)

সঞ্চালনার পাশাপাশি কৃষ্ণকিশোরের (Krishnokishore Mukherjee) অভিনয় জীবনও কম দীর্ঘ নয়। কাজ করেছেন বড়পর্দা, ছোটপর্দা এবং ওটিটি তিনটি মাধ্যমেই। বর্তমানে বাংলা সিরিয়াল জগতের অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে মেঘের বাবা অনিন্দ্যর চরিত্রে অভিনয় করে আপামর বাংলার দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছিলেন কৃষ্ণকিশোর (Krishnokishore Mukherjee)। একজন আদর্শ বাবা হিসেবে তাঁর চরিত্রটি এতটাই জনপ্রিয় এবং অনুপ্রেরণাদায়ক ছিল যে পুরস্কৃতও হয়েছিলেন অভিনেতা। বর্তমানে ‘মিঠিঝোরা’ সিরিয়ালে সার্থকের বাবার চরিত্রে অভিনয় করছেন কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সাংবাদিক জীবন নিয়ে মুখ খোলেন তিনি।

আরো পড়ুন : কলকাতায় আসতে গিয়ে গুলিবিদ্ধ গোবিন্দা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

কেন হারিয়ে গেলেন সাংবাদিক কৃষ্ণকিশোর (Krishnokishore Mukherjee)

সাংবাদিক তথা সঞ্চালক হিসেবে এত জনপ্রিয়তা সত্ত্বেও কেন ওই ভূমিকায় আর দেখা যায় না তাঁকে? উত্তরে কৃষ্ণকিশোর স্পষ্টই বলেন, নিজেকে সাংবাদিক বলে মনে করতেন না তিনি। কেন? তাঁর কথায়, টিভির সামনে ও দর্শকরা মনে করতেন যে, কৃষ্ণকিশোর অনেক বড় সাংবাদিক, অনেক খবর জানেন। কিন্তু তিনি নিজে তা মনে করতেন না। কারণ তিনি যখন সঞ্চালনা করতেন, গোটা বিষয়টাই ছিল স্ক্রিপ্টেড।

আরো পড়ুন : ‘…মানতেই পারিনি’, বিয়ে হওয়ার কথা ছিল একসময়, মিঠুন দাদাসাহেব ফালকে পাওয়ায় স্মৃতি হাতড়ালেন মমতা শঙ্কর

অভিনয় পেশা নিয়ে উপলব্ধি

কৃষ্ণকিশোর (Krishnokishore Mukherjee) বলেন, খবরগুলি অন্য কেউ সংগ্রহ করে দিত, লিখে দিত অন্য কেউ। তাঁর কাজ ছিল শুধু ক্যামেরার সামনে অনর্গল বলে যাওয়া। এতে তাঁর কোনো কৃতিত্ব ছিল না। তিনি স্রেফ ছিলেন ওই অনুষ্ঠানের মুখ। কৃষ্ণকিশোর আরো জানান, সংবাদ পাঠ করতে করতেই তিনি উপলব্ধি করেন, এটা আসলে অভিনয়। এই পেশাকে বেছে নেওয়ার সিদ্ধান্তও তখনই নেওয়া।

Krishnokishore mukherjee 105502

অভিনয় কেরিয়ারে সিনেমা, সিরিয়াল মিলিয়ে বেশ কিছু প্রোজেক্টে কাজ করেছেন কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় (Krishnokishore Mukherjee)। নাগরদোলা, খেলাঘর, গানের ওপারে, সত্যজিতের প্রিয় গল্প এর মতো সিরিয়ালের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর