সুশান্ত ‘কিউটেস্ট’, অভিনয়েও বরুন-কার্তিকের থেকে এগিয়ে; করনের মুখের উপর জবাব কৃতির

বা‌ংলাহান্ট ডেস্ক: ১৪ জুন তারিখটা যেন বলিউড তথা গোটা দেশের কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। দুপুর বেলা খবর পাওয়া যায় আত্মহত‍্যা করেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। অনেকেরই প্রথমে বিশ্বাস হয়নি খবরটা। তারপরেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। এখনও অনেকেরই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে।
ব‍্যতিক্রম নন অভিনেত্রী কৃতি শানন (kriti sanon)। সুশান্তের মৃত‍্যু তাঁকে যেন নাড়িয়ে দিয়ে গিয়েছে। সহ অভিনেতার মৃত‍্যুর খবর শুনে প্রথমটা বিশ্বাস করতে পারেননি তিনি। ১৪ জুন যখন সকলে সোশ‍্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছিল তখন একটাও বাক‍্য খরচ করেননি কৃতি।
রাবতা ছবির পর শোনা গিয়েছিল সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কৃতি। কিন্তু তা সর্বসমক্ষে কখনওই স্বীকার করেননি তিনি। তবে সুশান্তের মৃত‍্যুর দুদিন পর এক আবেগঘন বার্তায় তিনি ইঙ্গিত দিয়েছেন, অভিনেতাই তাঁকে দূরে সরিয়ে দিয়েছেন এক সময়। কিন্তু তাঁর জন‍্য চিরদিন ভাল চেয়ে এসেছেন কৃতি আর ভবিষ‍্যতেও তাই করবেন।

IMG 20200626 WA0007
সুশান্তের মৃত‍্যুর পর বারে বারে উঠে আসছে বলিউডের নেপোটিজমের প্রসঙ্গ। সেই সঙ্গে কাঠগড়ায় উঠেছেন করন জোহর, সোনম কাপুর, আলিয়া ভাটের মত তারকা সন্তানরা। করন জোহরের টক শোতে আলিয়া, সোনমের সুশান্তকে অবহেলা করার দৃশ‍্যই ভাইরাল হচ্ছে বারবার। কিন্তু কৃতি সম্পূর্ণ উলটো। অন‍্যরা যখন বারংবার সুশান্তকে তাচ্ছিল‍্য করে গিয়েছেন, সেখানেই অভিনয় দক্ষতায় সবার উপরে তাঁকে স্থান দিয়েছেন কৃতি।

https://www.instagram.com/p/CBsmqq-BIIs/?igshid=afhvkvxat5wr

ভাইরাল হয়েছে কৃতি শানন ও কার্তিক আরিয়ানের কফি উইথ করনের এপিসোড। সেখানে র‍্যাপিড ফায়ার রাউন্ডে সুশান্ত সম্পর্কে প্রশ্ন উঠলে কৃতি উত্তর দেন, ‘কিউটেস্ট’। তারপরেই অভিনয় দক্ষতার দিক দিয়ে বিচার করে বরুন ধাওয়ান, কার্তিক আরিয়ানদের উপরে সবার প্রথমে সুশান্তকে স্থান দিয়েছিলেন তিনি।

https://www.instagram.com/p/CBfjuqujOnk/?igshid=usowyc9t3kb6

অভিনেতার শেষকৃত‍্যে যাওয়ার সময় সংবাদমাধ‍্যমের ব‍্যবহারে সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভও উগরে দেন কৃতি। তিনি লেখেন, ‘মিডিয়ার কিছু মানুষ একেবারেই নিজের সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে। এইরকম একটা সময়ে গাড়ির কাঁচে ধাক্কা দিয়ে বলেন, ম‍্যাডাম গাড়ির কাঁচটা নামান না? একজন কারওর শেষকৃত‍্যে যাচ্ছে তার স্পষ্ট ছবি দরকার। শেষকৃত‍্য একটা খুব ব‍্যক্তিগত বিষয়। মানবিকতাটাকে পেশার আগে রাখুন প্লিজ।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর