করোনায় আক্রান্ত হলেন বাংলার বিখ্যাত সংগীত শিল্পী কুমার শানু

বাংলা হান্ট ডেস্কঃ এবার করোনার (Covid-19) থাবা সংগীত মহলে। বাংলার বিখ্যাত সংগীত শিল্পী কুমার শানু (Kumar Sanu) আক্রান্ত হয়েছেন করোনায়। দুই দিন ধরে উনি জ্বরে ভুগছিলেন বলে জানা গিয়েছে। আজ ওনার ফেসবুক পেজে উনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে পোস্ট করা হয়। কুমার শানুর ফেসবুক পেজ থেকে পোস্ট করে লেখা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে করোনা পজিটিভ শানু দা। ওঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।” পুজোর আগে বাংলায় করোনা আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। আর বাঙালীর সেরা উৎসব দুর্গা পুজোর করোনার সংক্রমণ রোখা নিয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে রাজ্য সরকারকে।

আরেকদিকে, এই করোনার সংক্রমণের জন্য রাজ্যে রেল চালানোর ঝুঁকি নিচ্ছে না সরকার। জানা গিয়েছে যে, রেলের তরফ থেকে নবান্নতে পাঠানো চিঠির কোনও জবাব মেলেনি এখনো। আর সেই কারণে শিয়ালদহ ডিভিশনের রেল আধিকারিক জানিয়ে দিয়েছেন যে, পুজোর আগে আর কোনও মতেই রাজ্যের লোকাল ট্রেন চলাচল শুরু হওয়ার কোনও আশা নেই। স্বভাবতই রেলের এই বয়ানের পর পুজোর আগে রাজ্যবাসীর লোকাল ট্রেন চালু হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর