কাশ্মীরে বড় সাফল্য পেল ভারতীয় সেনা, গুলির লড়াইয়ে নিকেশ চার জঙ্গি, গ্রেফতার তিন

বাংলাহান্ট ডেস্ক : আবারও উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। তবে এবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে শেষ চার জঙ্গি৷ কিছুদিন আগেই কাশ্মীর পুলিশের হাতে আটক হয়েছিল শওকেত আহমেদ শেখ নামের জঙ্গি । জানা যাচ্ছে, তার কাছে থেকে তথ্য নিয়ে রবিবার কুপওয়ারায় কাশ্মীর পুলিশ ও সেনা যৌথ অভিযান চালায়। সেই অভিযানেই নিকেশ হয় চার জঙ্গি৷

কুপওয়ারার লোলাব এলাকা থেকে ধৃত আহমেদ শেখ নামে এক জঙ্গিকে জেরা করে নিরাপত্তারক্ষীরা একাধিক তথ্যের হাতে পায়। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী গোপন আস্তানাগুলিতে তল্লাশি শুরু করে। হঠাৎই জঙ্গিরা যৌথ অনুসন্ধান বাহিনীর ওপর গুলি চালাতে শুরু৷ পালটা জবাব দেয় সেনাবাহিনীও।

জম্মু ও কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে জানায়, রবিবার ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় কুপওয়ারা পুলিশ। সেসময়ই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা গুলি চালায় যৌথ বাহিনীও। গুলির লড়াইয়ে নিহত হয় চার জঙ্গি। জানা যাচ্ছে, মৃত জঙ্গিদের সঙ্গে লস্কর-ই তইবার সরাসরি যোগ রয়েছে৷ বিশেষ সূত্রে খবর নিহতদের মধ্যে এক জঙ্গি পাকিস্তানের অধিবাসী৷

অন্য একটি সূত্রে জানা যাচ্ছে, উত্তর কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে তিন জঙ্গি। তারা উপত্যকায় হিংসার ছড়ানোর পরিকল্পনা করছিল বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বনগাম ক্রসিং-এ পুলিশ, সিআরপিএফ এবং সেনা যৌথ তল্লাশি চালাচ্ছিলো গতকাল। সেই সময়ই ওই তিন জঙ্গি ধরা পরে। গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে একটি পিস্তল, আটটি গুলি এবং দুটি হ্যাণ্ড গ্রেনেড উদ্ধার করে পুলিশ। জেরায় ওই তিন জঙ্গি জানিয়েছে সন্ত্রাসবাদী তন্জিম অল-বদরের হয়ে তারা কাজ করে। আরও তথ্য সংগ্রহের জন্য জেরা চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর