মাত্র ৬৩ টাকা জমিয়েই ৭ লাখ রিটার্ন! দুর্দান্ত প্ল্যান নিয়ে এল L.I.C

আপনি কি খুব কম বিনিয়োগ করে অনেক বেশি রিটার্ন পেতে চান? আপনার জন্য L.I.C নিয়ে এসেছে নিউ জীবন আনন্দ পলিসি। এই পলিসিতে প্রতিদিন ৬৩ টাকা বিনিয়োগ করে ৭ লাখ টাকা পেতে পারে বিনিয়োগকারী।

images 2020 11 19T105459.567

১৮ থেকে ৫০-এর বছর বয়সী যে কেউ এই পলিসিতে টাকা রাখতে পারে।স্কিমে ১ লক্ষ টাকা Sum assured রাখতে হবে।তিন মাস অন্তর বা ছয় মাস অন্তর অথবা ১ বছরে একবার প্রিমিয়ায় দিতে পারেন।

পলিসি নেওয়ার তিন বছর পর আপনি লোন নিতে পারবেন। অন্যদিকে নিউ জীবন আনন্দ প্ল্যানের পলিসি ১৫ থেকে ৩৫ বছরের হয় ।পলিসি শেষে ৭ লক্ষের বেশি টাকা পাবেন।

Public Provident Fund (PPF) আপনার অন্যতম বিনিয়োগের উপায় হতে পারে। কারন ব্যাংকগুলির ফিক্সড ডিপোজিটের তুলনায় পিপিএফ বেশী সুদ পায়, ঝুঁকি ছাড়াই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সহজেই ভাল সঞ্চয় করা সম্ভব।আপনি আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধাও পাবেন।

পিপিএফ বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ দিচ্ছে। আপনি ২৫ বছর বয়স থেকে প্রতি মাসে ৬ হাজার টাকা বিনিয়োগ করলে ৩৫ বছর পরে এই পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে। ৩৫ বছরের জন্য প্রতি মাসে ৬ হাজার রুপির ব্যয় হবে ৭.১ শতাংশের সুদের সাথে ১ কোটি ৮ লক্ষ, ৯৪ হাজার টাকা।

 

 

 

সম্পর্কিত খবর