খুশির খবর ফুটবলপ্রেমীদের জন্য! দ্রুত শুরু হতে চলেছে লা লিগা।

বুন্দেসলিগার পর এবার লা লিগা। করোনা পরবর্তী সময়ে ফের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইউরোপের আরও একটি বড় ফুটবল লিগ শুরু হওয়ার। জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত পাওয়ার পরে আগামী 12 জুন থেকে শুরু হতে চলেছে লা-লিগা। আর সেই কারণে মাঠে নামার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত মেসি- সুয়ারেজরা।

স্প্যানিশ ঘরোয়া লিগে খেলেন এমন আটজন ফুটবলারের ইতিমধ্যেই করোনা রেজাল্ট পজিটিভ এসেছে। এছাড়াও তিনজন সাপোর্ট স্টাফও আক্রান্ত হয়ে গিয়েছেন করোনায়। কিন্তু এরপরও দমছে না লা লিগা কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন আড়াই হাজার ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের পরীক্ষা করার পর মাত্র আটজন সংক্রমিত হয়েছে, এতে তারা সত্যিই অবাক কারণ তারা ভেবেছিলেন যে এই সংখ্যাটি কুড়ি থেকে ত্রিশ পর্যন্ত যেতে পারে। তবে সংখ্যাটি যে 8 জনের মধ্যেই সীমাবদ্ধ এতে খুশি স্প্যানিশ ফুটবল ক্লাবগুলি।

তবে এই সপ্তাহে ফের করোনা পরীক্ষা করা হবে মেসিদের। তারপরে লা লিগা খেলার ছাড়পত্র দেবে স্বাস্থ্যমন্ত্রক। এমনকি লা লিগা খেলার 24 ঘন্টা আগেও মেসিদের স্বাস্থ্য পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে নিয়ম শৃঙ্খলা মেনে অনুশীলন শুরু করে দিয়েছে বার্সেলোনা। আজ থেকে নিয়ম শৃঙ্খলা মেনে অনুশীলনে নামেছে রিয়াল মাদ্রিদও।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর