কমনওয়েলথের শেষদিনে সিন্ধুর পথে হেঁটে ব্যাডমিন্টনে স্বর্ণপদক জয় লক্ষ্য সেনের, টেবিল টেনিসে ব্রোঞ্জ সত্যেনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পিভি সিন্ধুর পর এবার সোনা জয় লক্ষ্য সেনের। মালয়েশিয়ার নগ তেজ ইয়ংকে ১৯-২১, ২১-৯, ২১-১৬ ফলে উড়িয়ে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গেল সে সোনা জয় করলেন তিনি। হাড্ডাহাড্ডি ম্যাচে লক্ষ্যকে একেবারেই স্বস্তি দেননি মালয়েশিয়ার প্রতিপক্ষ। প্রথম গেমটি খোয়াতে হয়েছিল তাকে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানতে বাধ্য হন ইয়ং। এই নিয়ে মালয়েশিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে তিনবার মুখোমুখি হয়েছেন লক্ষ এবং তিনবারই তার পক্ষে জয় এসেছে।

কিছুদিন আগে ঐতিহাসিক থমাস কাপে ৭৩ বছর পর ভারতের পদক জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন লক্ষ্য। বার্মিংহামের কমনওয়েলথ গেমস ছিল লক্ষ‍্যর প্রথম এই প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা। এর আগে ২০২১ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন লক্ষ্য। গ স্বর্ণপদক জয় তাকে ভবিষ্যতে আরো ভালো পারফরমেন্স করার জন্য উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন লক্ষ্য স্বয়ং।

তার ঠিক আগে কমনওয়েলথ ২০২২-এ ভারতের ৫৬ তম পদক হিসাবে স্বর্ণপদক জয় করেছিলেন এইমুহূর্তে ভারতের ব্যাডমিন্টনে সবচেয়ে বড় মুখ পিভি সিন্ধুর। অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবেন না কিন্তু এটাই সত্যি যে অলিম্পিকে দাপট দেখানোর সিন্ধুর এটি প্রথম কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়। এর আগে সিন্ধু ব্রোঞ্জ এবং রুপো জিতলেও সোনা জয় করতে পারেননি।

Sathiyan Gnanasekaran

লক্ষ্য সেনের কীর্তির ঠিক পরেই ইংল্যান্ডের প্রতিপক্ষ ড্রিঙ্কহলকে ইংল্যান্ডের দর্শকের সামনেই হারিয়ে পুরুষদের টেবিল টেনিস সিঙ্গলসে ব্রোঞ্জ জয় করলেন সত্যেন গ্ন্যানাশেকরণ। এটি তার ব্যক্তিগতভাবে প্রথম কোনও বড় প্রতিযোগিতার সিঙ্গেলসে পদক জয়। ইংল্যান্ডের প্রতিপক্ষকে তিনি হাড্ডাহাড্ডি ম্যাচে ১১-৯, ১১-৩, ১১-৫, ৮-১১, ৯-১১, ১০-১২, ১১-৯ ফলে হারান।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর