রাম মন্দিরের ভূমি পূজনের অনুষ্ঠান সম্প্রচারিত করা যাবে না দূরদর্শনে, কেন্দ্রকে চিঠি বামেদের

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ৫ ই অগস্ট রাম মন্দিরের (Ram tempel) ভূমি পূজার অনুষ্ঠান সরাসরি দূরদর্শনে (Doordarshan) দেখানো হবে, একথা জানিয়েছিলেন উত্তরপ্রদেশের যোগী সরকার। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে, ওইদিন প্রধানমন্ত্রী মোদী সহ আরও ২০০ জনের উপিস্থিতিতে বিগত ৫০০ বছর পর বহু ঝড় ঝাপটা মন্দির নির্মানের প্রথম ধাপে এগোনো হবে।

রাম মন্দিরের ভূমি পূজা
সেইমত প্রস্তুতিও চলছিল জোর কদমে। মোট ১১ টি তীর্থক্ষেত্রের মাটি এবং জল যাচ্ছে অযোধ্যায়। অনুষ্ঠানের দিন অকাল দীপাবলির আলোর সাজে সেজে উঠবে গোটা দেশ। করোনা মহামারির কারণে বেশি মানুষের উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারী রয়েছে। ভূমি পূজার অনুষ্ঠানে মান্য করা হবে সামাজিক দূরত্বও। তাই ঠিক হয়েছিল দূরদর্শনের মাধ্যমেই গোটা দেশবাসী এই অনুষ্ঠান দেখতে পারবেন।

দূরদর্শনে টেলিকাস্ট করা যাবে না
বিজেপি সরকারের এই সিদ্ধান্তে বাঁধ সাধল বামেদের দল। দূরদর্শনে রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান টেলিকাস্টে আপত্তি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে কড়া ভাষায় এক চিঠি দিয়েছে সিপিএম। তাঁদের দাবী, সেই ১৯৯২ সাল থেকে প্রথমে বাবরি মসজিদ ধ্বংস এবং তারপর রাম মন্দির নির্মাণ নিয়ে নানা মত পার্থক্য ঘটেছে। নানাসময় নানা দ্বন্ধ দেখা দিয়েছে। তাই এই মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান দূরদর্শনে দেখালে, ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে না।

চ্যানেলের ভাবমূর্তি বিঘ্নিত হবে
পাশাপাশি তারা আরও জানায়, প্রসার ভারতীর ১২ ২(এ) ধারায় লেখা আছে, দেশের ঐক্য, অখন্ডতা এবং সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধকে সর্বদা সমর্থন করতে হবে। তাই সেক্ষেত্রে প্রসার ভারতীর আইন মেনেই যেহেতু দূরদর্শনের কাজকর্ম হয়, তাই এই অনুষ্ঠান চ্যানেলে সম্প্রচার করলে ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে না।

পাল্টা জবাব বিজেপি নেতার
বামেদের এই বক্তব্যকে অগ্রাহ্য করে, এক বিজেপি নেতা জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের আদেশ মেনেই রাম মন্দির নির্মানের কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে দূরদর্শনে এই অনুষ্ঠান প্রচার করলে, চ্যানেলের ভাবমূর্তি বিঘ্নিত হবে না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর