ল্যান্ডার ও রোভারের আয়ু ১৪ দিন, সেই সময়সীমার মধ্যেই করতে হবে যোগাযোগ

 

অমিত সরকার: সোমবার ইসরোর তরফে এক আধিকারিক জানিয়েছেন, ‘অরবিটারের ছবিতে দেখা যাচ্ছে পরিকল্পনা মতই চাঁদের মাটিতে নেমেছে বিক্রম। ল্যান্ডারটি অক্ষত আছে, ভাঙেনি। তবে একটু বেঁকে রয়েছে।’ যোগাযোগ নতুন করে তৈরি করা যায় কিনা, সেব্যাপারে প্রচেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। ইসরোর টেলিমেট্রি, ট্র্যাকিং ও কমান্ড নেটওয়ার্কের টিম সমানে সেই কাজ করে চলেছে বলেও উল্লেখ করেছেন তিনি। ল্যান্ডার ও রোভারের আয়ু ১৪ দিন, তাই তার মধ্যেই যোগাযোগ তৈরি করতে হবে।

তবে ইসরোর বিজ্ঞানীদের দাবি, যদিও সবকিছু অক্ষত আছে, তবু নতুন করে যোগাযোগের সম্ভাবনা ক্রমশ কমছে। যদি পুরো সিস্টেমটা কাজ করে, তাহলেই আবার যোগাযোগ করা সম্ভব হবে। তবে এখনই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। চলছে লাগাতার লড়াই। বিক্রমের অ্যান্টেনা গ্রাউন্ড স্টেশনের দিকে কিংবা অরবিটারের দিকে মুখ করে রাখতে হবে, তবেই যোগাযোগ সম্ভব। আর সেটা এই মুহূর্তে বেশ কঠিন বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর