কোহলি-সামি না থাকা নিয়ে বিশেষ বার্তা দিলেন অজি হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ (India vs Australia 2nd test match) । আর এই বক্সিং ডে টেস্টে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি। এছাড়াও প্রথম টেস্টে হাতে চোট পাওয়ার কারণে পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের অন্যতম সেরা বোলার মহম্মদ সামি। আর এই দু’জনের অনুপস্থিতি যে অস্ট্রেলিয়া দলকে বেশ কিছুটা সুবিধা করে দেবে সেটা মেনে নিলেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন লাঙ্গার।

আগামীকাল মেলবোর্নে শুরু হচ্ছে ভারত ও অষ্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং মহম্মদ সামি। অর্থাৎ কোহলি এবং সামির মত দুজন নির্ভরযোগ্য ক্রিকেটারকে ছাড়ায় দ্বিতীয় টেস্ট ম্যাচে নামছে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আর এতে যে ভারতীয় দল যে কিছুটা হলেও মানসিকভাবে ব্যাকফুটে থাকবে সেটা জানিয়ে দিলেন জাস্টিন ল্যাঙ্গার।

19731108535d51f756673d32ba5744c3b58d73f1071297cfd7bb98696fef3599963f8b945

ল্যাঙ্গার বলেছেন, “যে কোন দলে যদি দলের সেরা ক্রিকেটাররা না থাকে তাহলে সেই দল মানসিকভাবে পিছিয়ে পড়ে। আর ভারতীয় দলে থাকছেন না দলের প্রধান স্তম্ভ বিরাট কোহলি, এছাড়াও থাকছেন না মহম্মদ সামির মত নির্ভরযোগ্য বোলার। আর এই দুজনের অনুপস্থিতি যে অস্ট্রেলিয়ার জন্যই অ্যাডভান্টেজ সেটাও স্বীকার করে নিলেন জাস্টিন ল্যাঙ্গার।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর