আমরা গর্বিত ভারতীয়! প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে জাতীয় পতাকা উত্তোলন জঙ্গির পরিবারের

বাংলাহান্ট ডেস্ক : এ যেন উলটপুরান! ভারতীয় হিসেবে তাঁরা গর্বিত। স্বাধীনতা দিবসের (Independence Day Celebration) দিন জাতীয় পতাকাও (National Flag of India) উত্তোলন করবেন তাঁরা৷ এমনটাই জানিয়েছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) এক পরিবার। সেই পরিবারের আর একটি পরিচয় রয়েছে। তাঁদের এক সদস্য যুক্ত আছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ‘হর ঘর তেরঙ্গা’ (Har Ghar Tiranga)-র ডাকে সাড়া দিয়েছেন তাঁরাও। ওই পরিবারের সদস্যরা জানালেন, স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করে দেশকে শ্রদ্ধা জানাবেন তাঁরা।

লস্কর-ই-তৈবা দলে নাম লিখিয়েছে জম্মু-কাশ্মীরের এক পরিবারের সদস্য খুবেইর। জঙ্গি মডিউলের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সে। তার পক্ষে আর কোনওদিন ওখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। খুবেইর সন্ত্রাসমূলক কাজকর্ম করলেও তার পরিবার কিন্তু জড়িত নয় সেই কাজে। খুবেইরের ভাই শামাস দিন চৌধুরি এবং নাজাব দিন চৌধুরি জানান, ভারতীয় হিসেবে তাঁরা গর্ব অনুভব করেন। সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির (Har Ghar Tiranga) ডাক দেওয়ায় তাঁরা খুব খুশি। জাতীয় পতাকার সম্মান রাখবেন পরিবারের সকল সদস্যই।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) পালনের জন্য ‘হর ঘর তেরঙা’ (Har Ghar Tiranga) কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্র সরকার। ১৩ থেকে ১৫ অগস্ট ভারতের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার বা লাগানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি দফতর, বেসরকারি সংস্থার কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল, রেস্তরাঁ, টোল প্লাজা, থানায় জাতীয় পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে, কর্মসূচিতে অংশগ্রহণের কথা বলা হয়েছে রাজ্য সরকারগুলিকে। এছাড়া প্রধানমন্ত্রীর ট্যুইটে উঠে এসেছে স্বাধীন ভারত গড়ার পথে বহু মানুষের স্বপ্ন ও সংগ্রামের ইতিহাস

খুবেইরের পরিবার জানায়, এই প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার সুযোগ পাচ্ছেন তাঁরা। সেই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছে ওই পরিবার। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেকেই নিজের প্রোফাইলের ছবি বদলে ফেলেছেন। শনিবার সকালে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর