‘লতা মঙ্গেশকরের গানও অটো-টিউন করা’, হঠাৎ কেন বললেন সুখবীর

বাংলাহান্ট ডেস্ক : পঞ্জাবি গানের জগতে তাঁর জুড়ি মেলা ভার। বলিউডেও (Bollywood) তিনি গেয়েছেন একের পর এক গান। এমনকি সলমান খান (Salman Khan) অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ (Kisi Ka Bhai Kisi Ka Jaan) ছবিতেও শোনা যাবে তাঁর কণ্ঠ। আপাতত সেই গান চলছে ট্রেন্ডিং-এ। কথা হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী সুখবীরকে (Sukhbir) নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন পঞ্জাবি গায়ক সুখবীর। খোলাখুলি আলোচনা করলেন অটো-টিউনের ব্যবহার নিয়ে। এমনকি নিজের কথা বলতে গিয়ে তুলে ধরলেন প্রয়াত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রসঙ্গও।

Sukhbir

এদিন তিনি বলেন, ‘বর্তমানে সময়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে অটো-টিউনের ব্যবহার খুব স্বাভাবিক। তবে টেকনোলজিকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। অতিরিক্ত কোনোকিছুই ঠিক নয়। অটো-টিউন ব্যবহার করার ফলে গান শুনতে লাগে শ্রুতিমধুর। কিন্তু আপনি যদি এটা অতিরিক্ত ব্যবহার করে ফেলেন তাহলে আর শুনতে ভালো লাগবেনা’।

Sukhbir

সুখবীরের সংযোজন, ‘ বর্তমানে এর রমরমা হলেও অনেক আগে থেকেই শুরু হয় এর ব্যবহার। এমনকি লতা মঙ্গেশকরের গানেও অটো-টিউনের ব্যবহার করা হত। আমি নিজেও এই টেকনোলজি ব্যবহার করি যখন হারমোনি রেকর্ড করা হয়। এটি ব্যবহারের ফলে সঠিক জায়গায় বসে সুর’।

হঠাৎ কেন বলিউড থেকে হারিয়ে গেছিলেন? এই প্রশ্নের জবাবে সুখবীর বলেন, ‘নাচদি গানটির জন্য আমি বহু পরিশ্রম করেছিলাম। এমনকি প্রচুর অর্থ ব্যয় করে প্রচার চালিয়েছিলাম। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। এই ঘটনা আমাকে মানসিক ভাবে ভেঙে দিয়েছিল। এরপর ‘সওদা খরা খরা’ গানটি সুপারহিট হয়। আমি সিদ্ধান্ত নিলাম এখন কয়েক বছর গান গাইবোনা।

Sukhbir

তাঁর সংযোজন, ‘অপেক্ষায় বসেছিলাম। তখনই আমার কাছে সলমান ভাইয়ের সঙ্গে কাজের সুযোগ আসে। এরপরেই সিদ্ধান্তনি তাঁর ছবির গান গাইব। আমার গাওয়া তিনটে গান পছন্দ হয়েছিল ভাইজানের। কিন্তু জায়গা না থাকায় তিনটি গানের মিশেলে তৈরী করা হয়েছে একটি গান। তৈরী হয় ‘বিল্লি বিল্লি’।’


Avatar
additiya

সম্পর্কিত খবর