একের পর এক গুলি খেয়েও ৩ জঙ্গিকে করেছিলেন খতম! প্রয়াত কনস্টেবল মুদাসির পেলেন শৌর্য চক্র

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রাক্কালে বীরত্বের পুরস্কার ঘোষণা করা হয়েছে। চলতি বছরে ৪১২ জন সাহসীকে সম্মানিত করা হয়। যাঁদের মধ্যে ৬ জন কীর্তি চক্র এবং ১৫ জনকে শৌর্য চক্র দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নাম ছিল জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল মুদাসির আহমেদ শেখেরও। মূলত, মুদাসির আহমেদ শেখ (৩২ বছর) সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করার সময়ে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য মরণোত্তর শৌর্য চক্রে ভূষিত হয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুদাসির আহমেদ শেখ গত বছরের ২৫ মে বারামুলায় সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হন। পাশাপাশি, ওই অভিযানে তিন জঙ্গি খতম হয়। মূলত এনকাউন্টারের সময়ে মুদাসির আহমেদ দুর্দান্ত সাহস প্রদর্শন করেন। শুধু তাই নয়, দেশের নিরাপত্তার জন্য তিনি আত্মত্যাগও করেছিলেন। বর্তমান প্ৰতিবেদনে আমরা ওই বীরের প্রসঙ্গই উপস্থাপিত করছি।

   

দেশের জন্য প্রাণ দেন মুদাসির: ২০২২ সালের ২৫ মে নিরাপত্তা বাহিনী তিন বিদেশি জঙ্গির গতিবিধি সম্পর্কে তথ্য পেয়েছিল। এরপর বারামুলায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের টার্গেট ছিল অমরনাথ যাত্রা। এমতাবস্থায়, মুদাসির আহমেদ শেখ সন্ত্রাসবাদীদের গাড়ি শনাক্ত করে ফেলেন। যদিও, ঠিক তখনই জঙ্গিরা গুলি চালাতে থাকে। এদিকে, মুদাসির আহমেদ শেখ তখন প্রাণের পরোয়া না করেই জঙ্গিদের গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েন এবং একজনকে গাড়ি থেকে নামিয়ে দেন। যদিও, বাকি জঙ্গিরা তাঁর ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে। যার ফলে গুরুতর আহত হন মুদাসির। তা সত্বেও তিনি জঙ্গিদের ছেড়ে দেন নি।

দুর্ভাগ্যজনকভাবে ওই ঘটনায় মুদাসির শহীদ হন। যদিও, এই অভিযানে তিনজন সন্ত্রাসবাদী নিহত হয় এবং বিপুল পরিমান অস্ত্রও উদ্ধার করা হয়। শুধু তাই নয়, নিরাপত্তা বাহিনী একটি বড় জঙ্গি হামলার পরিকল্পনাকেও নস্যাৎ করে। এমতাবস্থায়, ব্যতিক্রমী সাহস, বীরত্ব ও সাহসিকতার জন্য মুদাসির আহমেদকে “শৌর্য চক্র” প্রদান করা হয়েছে। মরণোত্তর এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

মুদাসিরের আত্মত্যাগে গর্বিত তাঁর বাবা: এদিকে, মুদাসির আহমেদ শেখের শেষকৃত্যের সময়ে তাঁর বাবা মাকসুদ আহমেদ জানান, “মুদাসিরের আত্মত্যাগের ফলে হাজারও প্রাণ রক্ষা পায়। আমরা জানি সে এখন আর ফিরে আসবে না। আমরা গর্বিত যে ছেলে যুদ্ধ করতে গিয়ে তার জীবন দিয়েছে, কিন্তু জঙ্গিদের পালাতে দেয়নি।” স্বাভাবিকভাবেই মুদাসির আহমেদ শেখের পিতার এই বক্তব্যে সেখানে উপস্থিত সকলের চোখ অশ্রুতে ভরে ওঠে।

republic day 20

বারামুলায় মুদাসিরের নামে তৈরি হয়েছে চক: ওই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুদাসির আহমেদ শেখ বিন্দাস নামে পরিচিত ছিলেন। এমতাবস্থায়, বারামুলায় তাঁর নামে বিন্দাস চক তৈরি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল মুদাসির আহমেদ শেখের স্মরণেই ওই চকের নামকরণ করা হয়েছে। যেটির উদ্বোধন করেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর