বৃদ্ধ বাবা-মায়ের দেখভাল না করায় ৭ জন কর্মীর ৩০% বেতন কেটে নিল জেলা পরিষদ

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের লাতুর জেলার জেলা পরিষদ নিজের বৃদ্ধ বাবা-মায়ের যত্ন না নেওয়া কর্মচারীদের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, জেলা পরিষদ নিজের বৃদ্ধ বাবা-মায়ের দেখভাল না করা সাতজন কর্মীর বেতন থেকে ৩০ শতাংশ জরিমানা কেটে নিয়েছে।

জেলা পরিষদের অধ্যক্ষ রাহুল বোন্দ্রে শনিবার জানান যে, ১২ জন কর্মীর বিরুদ্ধে মাতা-পিতাকে উপেক্ষা করার অভিযোগ পেয়েছিলাম, সাতজনের মধ্যে ছয়জন অধ্যাপক। তিনি জানান, কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া ৩০% টাকা তাঁদের বৃদ্ধ বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

গত বছরের নভেম্বর মাসে লাতুর জেলা পরিষদের মহাসভা নিজের বৃদ্ধ বাবা-মাকে দেখভাল না করা কর্মীদের বেতন ৩০ শতাংশ কাটার প্রস্তাব পাশ করেছিল। বোন্দ্রে বলেন, দোষী কর্মীদের মাসিক বেতন থেকে এই জরিমানা করার প্রক্রিয়া ডিসেম্বর ২০২০ থেকে শুরু হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর