এক অত্যন্ত বিরল ক্যানসারে সঙ্গে লড়ছিলেন জেটলি! জেনে নিন কি সেই রোগ এবং তার লক্ষণ

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ দিন রোগের সঙ্গে লড়াই করার পর শনিবার দুপুরে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

শুধু কিডনির সমস্যা নয়, বিগত দু-বছর ধরে বিরল এক ধরনের ক্যানসারে ভুগছিলেন অরুণ জেটলি। মেডিক্যালের পরিভাষায় যে ক্যানসারের নাম– সফট টিস্যু সারকোমা। ২০১৯ সালের জানুয়ারিতে এই বিরল ক্যানসারের চিকিত্‍‌সা করাতেই আমেরিকায় গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

কিন্তু কী এই সারকোমা? বিশেষজ্ঞরা বলছেন, বিরলতম গোষ্ঠীর এই ক্যানসার আক্রমণ করে শরীরের বিভিন্ন টিস্যুকে। পেশি হতে পারে, রক্তনালি হতে পারে, নার্ভ-টেন্ডন এমনকী শরীরের ফ্যাট বা চর্বিও এর শিকার হতে পারে। শরীরের বিভিন্ন গাঁটেও আক্রমণ শাণাতে পারে এই বিরল ক্যানসার। ফলে, শরীরের বিভিন্ন অংশে এই ক্যানসার হতে পারে। এই সারকোমার আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সেই মতো সারকোমা কাজ করে। বিশেষজ্ঞরা আরও বলছেন, সফট টিস্যুতে সারকোমা হলেও, সফট টিস্যুতে বেড়ে ওঠা সব টিউমারই কিন্তু ক্যানসার নয়। এই সারকোমা শণাক্ত করাও খুব কঠিন বলে তাঁরা মনে করেন। বেশির ভাগ ক্ষেত্রেই অন্য গ্রোথ বলে ডাক্তররা ভুল করেন।

ds00601 im04139 mcdc7 soft tissue sarcomathu jpg

তবে কি করে ধরবেন এই রোগ হলে? জেনে নিন এই রোগের কিছু লক্ষণ।

সফট টিস্যু সারকোমার লক্ষণ:

১.টিউমার স্নায়ু বা পেশিতে হলে, যন্ত্রণা অনুভূত হয়।

২.পাকস্থলীর আশপাশে কোথাও সারকোমা হলে, পেটে ব্যথা অনুভূত হয়। পেট ভার লাগে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

৩.ফুসফুসের আশপাশে এই ক্যানসার হলে বুকে কফ জমে, শ্বাসকষ্ট হয়।

৪.শরীরের কোথাও অস্বাভাবিক গ্রোথ দেখলে, সেটি যন্ত্রণাহীন হলেও ফেলে না-রেখে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

প্রসঙ্গত, ২০১৮ সালে কিডনি প্রতিস্থাপন করা হলেও, জেটলি ভুগছিলেন আরও কয়েক বছর আগে থেকেই। ডায়াবেটিস, হাই ব্লাডপ্রেসার-সহ একাধিক শারীরিক রোগভোগের কারণে, ওজন কমাতে ডাক্তারদের পরামর্শে ‘বেরিয়েট্রিক সার্জারি’ করাতে হয়েছিল অরুণ জেটলিকে। তবে এসবের মধ্যে সফট টিস্যু সারকোমা ক্যানসারে কি ভাবে আক্রান্ত হয়ে পড়েন অরুণ জেটলি?

কী কারণে এই বিরল গোত্রের ক্যানসার হয়, সে বিষয়ে বিশেষজ্ঞদেরও স্পষ্ট ধারণা নেই। তাঁরা বলছেন, বয়স, জেনেটিক কন্ডিশন, অতীতে করা রেডিয়োথেরাপি বা কোনও রাসায়নিক থেকে সফট টিস্যু সারকোমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর