‘ভাগ্যিস বুলেটপ্রুফ গাড়ি ছিল, না হলে ও বেঁচে ফিরত না!” ত্রিপুরায় অভিষেকের উপর হামলা প্রসঙ্গে মমতা

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে মুখ্যমন্ত্রী (Chief minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ত্রিপুরায় রাজনৈতিক প্রচারে ব্যস্ত। বাঙালি অধ্যুষিত এই রাজ্যে জোড়া ফুল ফোটাতে মরিয়া তিনি। ত্রিপুরায় দাঁড়িয়ে বাম বিজেপি কংগ্রেসকে একযোগে তোপ দেগে বললেন, “যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি, ভোটের সময় দলবদলুরা রাজা হয়েছ তুমি।”

লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের টার্গেট ত্রিপুরা। এই রাজ্যে বিজেপিকে হটিয়ে সবুজ বিপ্লব আনতে চায় তারা। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবার মাঠে অবতীর্ণ হলেন এই লক্ষ্যে। আগরতলার সভামঞ্চ থেকে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ত্রিপুরা পুরো ঘোরা আমার। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি রাজনীতি করতে গিয়ে। আমার কাছে নতুন জায়গা নয় ত্রিপুরা। নতুন প্রজন্মকে এগিয়ে দিতে আমি দায়িত্ব দিয়েছিলাম অভিষেককে যাতে তারা ত্রিপুরাকে অত্যাচার মুক্ত করতে পারে।”

পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর কথায়, “এই রাজ্যে ভাঙচুর করা হয়েছে দোলা সেনের গাড়ি। হামলা হয়েছিল অভিষেকের উপর। ভাগ্যিস অভিষেককে বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছিল, নয়তো ও বেঁচে ফিরতে পারত না।” বাম ও বিজেপিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি নেতাদের দেখা পাওয়া যায় না নির্বাচন না থাকলে। লড়ছে কি সিপিএম? রাস্তায় বসতে দেওয়া হয়নি স্কুল শিক্ষকদের আন্দোলনের জন্য। কাউকে কাউকে আন্দোলন করতেই দেওয়া হয়নি। ত্রিপুরাকে এক রাখতে চাইলে, লক্ষীর ভান্ডার চাইলে, উন্নয়ন চাইলে তৃণমূল একমাত্র বিকল্প।”

mamata

এদিন বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আগরতলা সভা মঞ্চ থেকে ত্রিপুরাবাসীকে বলেন, “এই রাজ্যে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে বাংলার মতোই এখানে উন্নয়নের জোয়ার বইবে। বিজেপি বলেছিল যে চাকরিহারা দশ হাজার শিক্ষককে ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু এরপর পাঁচ বছর পার হয়ে গেলেও কোন পদক্ষেপ করা হয়নি।” মমতা বন্দ্যোপাধ্যায় জানান নির্বাচনের পর তিনি ফের ত্রিপুরায় আসবেন। এর সাথে তার বক্তব্যে শোনা যায় আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য হুংকার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর