করোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার।

করোনা আতঙ্কে জর্জরিত গোটা দেশ, করোনা মোকাবিলা করতে পুরো দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার আগেই দেশবাসীকে করোনার মত ভয়ংকর ভাইরাসের ব্যাপারে সচেতন করেছেন। এবার করোনা মোকাবিলা করার জন্য আর্থিক অনুদান তুলে দিলেন মাষ্টার ব্লাস্টার। শচীন টেন্ডুলকার মোট 50 লক্ষ টাকার অনুদান তুলে দিলেন।

দেশের এই কঠিন সময়ে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এগিয়ে এলেন শচীন তেন্দুলকার। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন দেশজুড়ে করোনার ভয়াবহতা বেড়েই চলেছে, এই পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে 25 লক্ষ টাকা এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 25 লক্ষ টাকা অনুদান দিতে চান। সেই সাথে তিনি জানিয়েছেন এটা একেবারেই তার নিজস্ব সিদ্ধান্ত তিনি দুটি ফান্ডেই সমান পরিমান অর্থ দান করতে চান রাজ্য এবং দেশের উন্নতির স্বার্থে।

Context.png55989439 5E40 44A3 9D04 DE43779DEE8EDefaultHQ

যখন থেকে দেশজুড়ে করোনার মত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে বারবার এগিয়ে এসেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবার তিনি দেশের গরিব মানুষদের স্বার্থে সরাসরি 50 লক্ষ টাকার অনুদান তুলে দিলেন। এছাড়াও প্রাক্তন ভারত অধিনায়ক তথা একসময় শচীন টেন্ডুলকারের সতীর্থ বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী 50 লক্ষ টাকা অনুদান দিয়েছেন করোনা মোকাবিলা করার জন্য।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর