গাছের মগডালে মুখোমুখি চিতা-ব্ল্যাক প্যান্থার! ভাইরাল ভিডিও দেখে গায়ে কাঁটা দিল নেটজনতার

বাংলাহান্ট ডেস্কঃ জঙ্গল সাফারির নানান ভাইরাল ভিডিও (viral video) দেখা যায় স্যশাল মিডিয়ায়। সেসব ভিডিও দেখে কখনও আনন্দের আত্মহারা হয়ে পড়েন নেটিজনরা, আবার কখনও তা দেখে ভয়ে বুক কেঁপে ওঠে নেটপাড়ার বাসিন্দাদের। তবে সম্প্রতি সময়ে এক রুদ্ধশ্বাস ভিডিও দেখে মনে কৌতূহল বাসা বাঁধল নেটিজনদের।

   

ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি (Nandan Nilekani) সম্প্রতি দুই বন্য হিংস্র প্রাণীর ফাইটিং-র দৃশ্য শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়। যেখানে দেখা যায় এই চিতা বাঘ (leopard) এবং কাল মিশমিশে এক ব্ল্যাক প্যান্থার (black panther) মুখোমুখি লড়তে শুরু করেছে।

নন্দন নিলেকানি জানান বিজয় প্রভু নামে এক ব্যক্তি এই ভয়ঙ্কর দৃশ্যকে ক্যামেরাবন্দী করেছিলেন। যা পরবর্তীতে স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন নন্দন নিলেকানি। আর শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরালও হয়ে যায়।

দেখে নিন সেই ভিডিও-

ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটু গাছের উঁচু এক ডালে বসে রয়েছে একটি চিতা বাঘ। চুপাচাপ শান্ত ভাবেই যেন গাছের ডালে শুয়ে বিশ্রাম নিচ্ছিল চিতা। হুট করে কোথা থেকে একটি মিশমিশে কালো ব্ল্যাক প্যান্থার এসে হাজির হয় সেই গাছে। চিতাকে দেখেই প্যান্থারের যেন পুরোন কোন শত্রুতা মনে পড়ে যায়। আর আসতে আসতে তেড়ে যায় চিতার দিকে। চিতাও কম যায় না, প্রথমে চুপ করে থাকলেও, পরের দিকে গর্জন শুরু করে।

আর এখানেই থেমে যাওয়া ভিডিওর পরবর্তী দৃশ্যের পরিণতি জানতে কৌতূহলী হয়ে রয়েছে নেটবাসিন্দারা। স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই ব্যাপকহারে ভাইরাল হয়ে যায়।

কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, ওই ব্ল্যাক প্যান্থারের নাম সায়া এবং চিতাবাঘটির নাম স্কারফেস। সায়ার দাপট চলে ওই জঙ্গলে। সেই কারণে অন্যান্য বন্যপ্রাণীরা সকলেই সায়াকে সমঝে চলে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর