৫ আগস্ট জাতীয় ছুটি করা হোক, আজকে ছুটি দিয়ে মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছেনঃ দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজার প্রাক্কালে কলকাতায় পুজো দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। রাম মন্দিরের ভূমি পূজা হতে চলেছে আজ। ৫০০ বছরের দীর্ঘ লড়াইয়ের পর নির্মিত হতে চলেছে রাম মন্দির। আজ অযোধ্যায় আর কিছুক্ষণের মধ্যে রাম মন্দিরের ভূমি পূজন শুরু করা হবে।

dilip 6

রাম মন্দিরে পূজা দিলেন দিলীপ ঘোষ
সেই শুভ সময়ের প্রাক্কালে আজ সকালে ইকোপার্কে প্রাতভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিউটাউন রাম মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসলেন। সেইসঙ্গে ভগবান রামের উদ্দ্যেশ্যে বললেন, “সাধারণ মানুষ হিসাবে আজকে আমরা বাড়িতে থেকেই রামের পুজো করব আর প্রার্থনা করব। আমরা সকলে বড়িতে থেকেই ভূমি পূজনের শুভ মুহুর্তে ঘন্টা শঙ্খ বাজিয়ে আমরা উৎযাপন করবো।”

 

সেজে উঠেছে অয্যোধ্যা নগরী
অয্যোধ্যা নগরী সেজে উঠেছে ভগবানের রামের সাজে। সেই সঙ্গে সেজে উঠেছে আলোর সাজেও। ভূমি পূজনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও অনেক বিশিষ্ট নেতৃত্বরা। মান্য করা হবে সমস্ত রকম করোনা সতর্কীকরনও।

dilip ghosh 7

৫ ই অগাস্ট জাতীয় ছুটি ঘোষণা করা হোক
এদিকে বাংলার আজ চলছে লকডাউন। গোটা রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বহুবার বহু কারণে লকডাউনের নির্ধারিত দিনের বদল ঘটলেও, ৫ ই আগস্ট লকডাউনের দিনের কোন বদল ঘটে না।

এবিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বললেন, ‘লকডাউন থাকায় সকলেই বড়িতে বসে টিভিতে লাইভ দেখে এই অনুষ্ঠানের আনন্দ উপোভোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী একটি খুবই ভালো কাজ করেছেন। তবে তার কাছে আমার আর্জি প্রতিবছর রামমন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ৫ ই অগাস্ট জাতীয় ছুটি ঘোষণা করা হোক’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর