কলকাতা হাইকোর্টে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি, কেন্দ্রকে চিঠি দিলেন রেজিস্ট্রার

বাংলা হান্ট ডেস্ক : কয়েকদিনের মধ্যেই ধারাবাহিক বিস্ফোরণে কাঁপবে কলকাতা উচ্চ আদালত। হুমকি মূলক চিঠিতে চিন্তান্র ভাঁজ প্রশাসনের। চিঠি পেয়েই রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন স্বয়ং রেজিস্ট্রার। তাই গোটা বিষয়টি বিস্তারিত লিখে হাইকোর্টের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিলেন। তাঁর চিঠির ভিত্তিতে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আর্জিও জানালেন তিনি।

জানা গিয়েছে হরদর্শন সিং নামে এক ব্যক্তি 9 সেপ্টেম্বর তারিখে কলকাতা হাইকোর্টে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে 30 সেপ্টেম্বর তারিখে কলকাতা হাইকোর্ট চত্বরে লাগাতার ধারাবাহিক বিস্ফোরণ ঘটবে বলে জানান। পাশাপাশি তিনি ও তাঁর ছেলে যৌথ ভাবে বিস্ফোরণের ঘটনা ঘটাবেন বলেও জানিয়েছেন চিঠিতে। চিঠি কোর্টের উচ্চ পদস্থ আধিকারিকের কাছে পৌঁছানো মাত্রই ব্যাপক আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে। তাই বিপদ থেকে বাঁচতে তড়ঘড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হলেন কোর্টের রেজিস্ট্রার।letter 2

জানা গিয়েছে রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠানোর সঙ্গে হুমকির যে চিঠি হরদর্শণ সিং পাঠিয়েছেন তাঁর একটি কপিও জুড়ে দিয়েছেন। রেজিস্ট্রারের তরফ থেকে চিঠি পেয়ে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। আসলে ওই ব্যক্তিকে, তা জানা চেষ্টা চলছে। পাশাপাশি আদৌ কি সত্যিই কাণ্ড ঘটাবেন নাকি তিনি মজার ছলে ভয় দেখাতেই এই চিঠি পাঠিয়েছেন, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি কোর্ট চত্বরে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে।

তবে হরদর্শনের চিঠিতে যা লেখা রয়েছে তা যদি সত্যি হয় তাহলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে রাজ্যের প্রশাসনকে। এমনকি আদালতেও প্রভূত ক্ষয়ক্ষতি হবে। তাই ওই ব্যক্তির চিঠির পরিপ্রেক্ষিতে খোঁজ শুরু হয়েছে। তিনি কি কোনো নাশকতার সঙ্গে যুক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর