এবার স্বার্থ সংঘাত ইস্যুতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেব কে চিঠি পাঠালো বোর্ডের এথিক্স কমিটি।

স্বার্থ সংঘাত ইস্যুতে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীর পর এবার চিঠি পাঠানো হলো বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবকে। বোর্ডের নীতি নির্ধারক কমিটির প্রধান ডি কে জৈন এবার চিঠি পাঠিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবকে। অপরদিকে ক্রিকেট পরামর্শদাতা কমিটির দুই সদস্য শান্তা রঙ্গস্বামী এবং অংশুমান গায়কোয়াড কেউ এই একই চিঠি পাঠানো হয়েছে।

মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জীব গুপ্ত এই তিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ছাত্র সংঘাতের ইস্যুতে বোর্ডের নীতি নির্ধারক কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন। আর তার ভিত্তিতেই ডি কে জৈন এনাদের চিঠি পাঠিয়েছেন। তার অভিযোগ এই তিনজন প্রাক্তন ক্রিকেটার বোর্ডের নিয়ম না মেনে একই সঙ্গে বোর্ডের বিভিন্ন পদের সঙ্গে যুক্ত রয়েছেন তাই তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

উনি কপিল দেবের বিরুদ্ধে অভিযোগ আনেন যে কপিল দেব একটি ব্যবসায়িক সংস্থার সাথে যুক্ত রয়েছেন এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে জাতীয় স্তরে ধারাভাষ্যকারের কাজ করে চলেছেন। এর ফলে একসাথে তিনি দুটো পদে রয়েছেন তাই তার বিরুদ্ধে স্বার্থ সংঘাতের ইস্যু থেকেই যাচ্ছে। অপরদিকে প্রাক্তন ভারত ওপেনার অংশুমান গায়কোয়াডের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনিও একই সাথে বিভিন্ন পদে রয়েছেন।

সেইসাথে এই অংশুমান গায়কোয়াডের নিজের ক্রিকেট একাডেমি রয়েছে বারোদাতে, আর তারপরেও তিনি কি ভাবে ভোটের ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে রয়েছেন এই প্রশ্ন তুলে তার বিরুদ্ধে স্বার্থ সংঘাতের এনেছেন সঞ্জীব গুপ্ত। এখন এটাই দেখার এই চিঠি পাওয়ার পর কপিলদেব কি ব্যাখ্যা দেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর