আপনার বাড়ির শিশুটির ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে নতুন বিমা আনল lic

বাংলাহান্ট ডেস্কঃ এলআইসি(lic) দেশের সবচেয়ে বিশ্বস্ত বীমা সংস্থা। সরকার পরিচালিত এই সংস্থায় বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের অনেক সুবিধা দেওয়া হয়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির এই যুগে আমাদের সকলের পক্ষে কিছুটা পরিশ্রম করা অর্থ সঞ্চয় করা এবং বিনিয়োগ করা অত্যন্ত প্রয়োজন ।

ba3a7 7 ways to recover after baby birthways chicago

প্রত্যেক বাবা মা তাদের সন্তানদের একটি সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন দেখে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) – বাচ্চাদের প্রয়োজনের কথা মাথায় রেখে এনেছে নতুন এক প্লান যা নাম LIC NEW CHILDREN’S MONEY BACK PLAN. জেনে নিন এই বিমার শর্তগুলো

(1) এই বীমা গ্রহণের জন্য সর্বনিম্ন বয়স নেই, শিশু ভূমিষ্ট হবার পর এই বিমা করানো যেতে পারে
(২) সর্বাধিক বয়স 12 বছর
(3) ন্যূনতম 1,00,00 টাকার বিমা করাতে হবে
(৪) সর্বাধিক কোনো সীমা নেই
(5) প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার – বিকল্প উপলব্ধ রয়েছে
(6)পলিসিধারকরা 18, 20 এবং 22 বছর বয়সে বীমাকারীর 20 শতাংশ পাবেন।
(7) পলিসি ম্যাচিউর হওয়ার সময় পলিসিধারক বোনাসের সাথে বীমাকৃত বকেয়া পরিমাণের বাকি 40% পাবে।
(8) পলিসি মেয়াদকালে পলিসিধারীর মৃত্যু ঘটলে, বীমাকৃত রাশি ছাড়াও সরল বিপরীতমুখী বোনাস এবং সর্বশেষ অতিরিক্ত বোনাস দেওয়া হয়। মোট প্রিমিয়াম প্রদানের 105% এর চেয়ে বেশী অর্থরাশি পাবে।

সম্পর্কিত খবর