বড় খবরঃ বন্ধ হতে চলেছে LIC-এর বিশেষ যোজনা, জেনেনিন নাহলে আপনিও পড়তে পারেন বিপদে

বাংলাহান্ট ডেস্কঃ বয়স্কদের জন্য তৈরী LIC-এর বিশেষ যোজনা এবার বন্ধ হতে চলেছে । জানা যাচ্ছে এমনটাই. এই যোজনার নাম প্রধানমন্ত্রী ব্যায় বন্দনা যোজনা (PMVVY) জানা গিয়েছে আগামী ৩১ মার্চ ২০২০ সালের মধ্যে বন্ধ হতে চলেছে এই যোজনা ৷ (PMVVY) ১০ বছরে মাসে ১০,০০০ টাকা করে সুনিশ্চিত আয়ের বিপুল সুযোগ ৷

LIC 1 1

ভারত সরকার এই পেনশন প্রকল্পটি ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) থেকে অনলাইন এবং অফলাইন মোডের মাধ্যমে কেনা যাবে। সুদের হার হ্রাসের সময় সিনিয়র নাগরিকদের নিয়মিত পেনশন সরবরাহ করা এই প্রকল্পের মূল লক্ষ্য।

পিএমভিভিওয়াইয়ের যোগ্যতা

 সর্বনিম্ন বয়স: পৃথক হতে হবে 60 বছর বা তার বেশি।
 সর্বাধিক বয়স: সীমা নেই।
পলিসির সময়কাল: পলিসির মেয়াদ 10 বছর।
উপার্জনযোগ্য সর্বাধিক পেনশন: ১০,০০০ রুপি, ৩০,০০০ রুপি, ,000০,০০০ টাকা এবং ১,২০,০০০ সর্বাধিক পেনশন যা যথাক্রমে এক মাস, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক অর্জিত হতে পারে।সর্বাধিক পেনশন সিলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় পুরো পরিবার বিবেচনা করা হয়। এই প্রকল্পের অধীনে পেনশন প্রদানকারী, তার নির্ভরশীল এবং স্বামী / স্ত্রী রয়েছে।

পিএমভিভিওয়াই প্রকল্পের সুবিধা

  • প্রকল্পের অধীনে, পেনশনার 8% পিএর একটি আশ্বাসযুক্ত রিটার্ন পাবেন নীতিমালা 10 বছরের জন্য।
  • পেনশন প্রদান: পেনশনার পলিসির সময়কাল বেঁচে থাকার ক্ষেত্রে বকেয়া বকেয়া পেনশন প্রদান করা হবে। পেনশনারও সেই মোডটি চয়ন করতে পারেন যার মাধ্যমে পেনশন করতে হবে।
  • মৃত্যু বেনিফিট: পেনশনার পলিসির মেয়াদকালে পেনশনার মারা গেলে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিকে ক্রয়ের মূল্য ফেরত দেওয়া হবে।
  • ম্যাচিউরিটি বেনিফিট: পেনশনার যদি পুরো নীতিমালার মেয়াদ বেঁচে থাকে তবে চূড়ান্ত পেনশনের কিস্তির পাশাপাশি ক্রয়ের মূল্য প্রদান করা হবে।
  • ঋণের সুবিধা: পলিসির 3 বছর শেষ করার পরে পেনশনার পলিসির বিরুদ্ধে loansণ নিতে পারেন। ক্রয়ের মূল্যের সর্বাধিক 75% লোন হিসাবে নেওয়া যেতে পারে। যে পেনশন প্রদান করা হচ্ছে তা থেকে loanণের সুদ আদায় করা হবে। যদি 30 এপ্রিল 2018 পর্যন্ত কোনও লোন অনুমোদিত হয়েছে, সুদের হার 10% p.a. এবং এটি পুরো পলিসি মেয়াদে অর্ধ-বার্ষিক প্রদানযোগ্য।
  • ফ্রি-লুকের সময়সীমা: পলিসিধারক পলিসির শর্তাদিতে সন্তুষ্ট না হলে 15 দিনের মধ্যে পলিসি সমর্পণ করতে পারে। তবে, পলিসিটি অনলাইনে কিনলে ফ্রি-লুকের সময়কাল 30 দিন। স্ট্যাম্প চার্জগুলি কেটে নেওয়ার পরে ক্রয়ের মূল্য পলিসিধারীর কাছে ফেরত দেওয়া হবে।

সম্পর্কিত খবর