দুর্দান্ত পলিসি LIC-র, সামান্য বিনিয়োগের মাধ্যমেই পেয়ে যান ৭০ লাখ টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের জন্য একাধিক বিকল্প উপলব্ধ থাকলেও নিঃসন্দেহে সবচেয়ে ভরসাযোগ্য বিনিয়োগের প্রতিষ্ঠান হল LIC। বছরের পর বছর ধরে গ্রাহকদের সুষ্ঠুভাবে পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা। তাই, বিনিয়োগকারীরাও নিশ্চিন্তে বিনিয়োগ করেন এখানে।

এমতাবস্থায়, সম্প্রতি LIC একটি নতুন পলিসি লঞ্চ করেছে। যেখানে বীমা কভার প্রদানের পাশাপাশি এটিতে বিনিয়োগের সুবিধাও দেওয়া হয়। যার ফলে, বিনিয়োগকারীদের জমাকৃত প্রিমিয়াম মেয়াদ শেষে একটি ভালো ম্যাচিউরিটির সুবিধা প্রদান করে। LIC এই পলিসির নাম দিয়েছে SIIP।

মূলত, এটি একটি ইউনিট লিঙ্কড, নন-পার্টিসিপেটিং রেগুলার প্রিমিয়াম নির্ভর ব্যক্তিগত জীবন বীমা প্ল্যান। এই পলিসির পুরো মেয়াদে বীমা কভার এবং বিনিয়োগের সুরক্ষা পাওয়া যাবে। পাশাপাশি, এই প্ল্যানটি অফলাইন এবং অনলাইন উভয়ের মারফতেই কেনা যাবে। বর্তমান প্রতিবেদনে LIC-র এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

প্রথমে জানুন কীভাবে এই বীমার প্ল্যানটি কিনতে হয়:
যদি আপনি LIC-এর এই SIIP প্ল্যানটি কিনতে চান, তাহলে এটি অনলাইন এবং অফলাইন যে কোনো মাধ্যমেই আপনি কিনতে পারেন। LIC-র এই প্ল্যানের প্ল্যান নম্বর হল 852 UIN 512L334V01৷ আপনি সরাসরি LIC-র ওয়েবসাইটে গিয়ে এটি সহজেই কিনতে পারেন। এই বীমার প্ল্যানে ৪ ধরনের বিনিয়োগ তহবিল সরবরাহ করা হয়েছে। যে কোন একটিতে বিনিয়োগ করা যেতে পারে।

পলিসির মেয়াদে বিনিয়োগকারীরা তাঁদের প্রিমিয়াম বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে জমা দিতে পারেন। একই সঙ্গে বার্ষিক, অর্ধ-বার্ষিক ও ত্রৈমাসিক কিস্তি পরিশোধের জন্য গ্রেস পিরিয়ড ৩০ দিন এবং মাসিক কিস্তি পরিশোধের জন্য ১৫ দিন রাখা হয়েছে।

কারা এই বীমা প্ল্যান নিতে পারেন:
এই বীমা পলিসি নেওয়ার বয়স সর্বনিম্ন ৯০ দিন। অপরদিকে সর্বোচ্চ বয়স ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। পলিসিতে ন্যূনতম ম্যাচিউরিটির বয়স ১৮ বছর। যদিও, সর্বোচ্চ ম্যাচিউরিটির বয়স হল ৮৫ বছর। পাশাপাশি, এই বীমা পলিসিতে ১০ বছর থেকে ২৫ বছরের মধ্যে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ বেছে নেওয়ার সুবিধাও প্রদান করা হয়।

ন্যূনতম প্রিমিয়াম সম্পর্কে জানুন:
SIIP বীমা পলিসিতে, সর্বাধিক বীমা গ্রহণ এবং প্রিমিয়াম প্রদানের জন্য কোনো সীমা নির্ধারণ করা হয়নি। অর্থাৎ আপনি যত খুশি বিনিয়োগ করতে পারবেন। অপরদিকে, যদি আমরা বার্ষিক ন্যূনতম প্রিমিয়ামের কথা বলি, তাহলে তা হতে হবে বার্ষিক ৪০,০০০ টাকা, অর্ধ-বার্ষিক ভিত্তিতে ২২,০০০ টাকা, ত্রৈমাসিক ভিত্তিতে ১২,০০০ টাকা এবং মাসিক ভিত্তিতে ৪,০০০ টাকা।

LIC একটি চার্ট তৈরি করেছে এবং বেনিফিট প্ল্যান ব্যাখ্যা করেছে:
LIC ইতিমধ্যেই এই প্ল্যানের জন্য একটি চার্ট জারি করেছে। এই বীমা চার্ট অনুসারে জানা গিয়েছে যে, যদি ৩০ বছরের কোনো সাধারণ ব্যক্তি ২৫ বছরের জন্য এই বীমাটি নেন এবং তিনি প্রতি ত্রৈমাসিকে ৩০,০০০ টাকা প্রিমিয়াম প্রদান করেন, তাহলে ঐ ব্যক্তি ১২ লক্ষ টাকার “সাম অ্যাসিওর্ড” পাবেন। এক্ষেত্রে অফলাইনে এই বীমা প্ল্যানটি কিনে তাঁকে SIIP-এর বিকল্পটি নিতে হবে।

জেনে নিন ম্যাচিউরিটিতে কত পাবেন:
LIC, SIIP প্ল্যানের ম্যাচিউরিটির হিসাব ৪ শতাংশ এবং ৮ শতাংশ রিটার্ন-এর ভিত্তিতে জানিয়েছে। বিনিয়োগকারী যদি ৪ শতাংশ রিটার্ন পান, তাহলে তিনি বীমা সম্পন্ন করার পরে ৪০ লক্ষ টাকার কিছু বেশি পাবেন। যদিও এই সময়ের মধ্যে তিনি প্রায় ২৫ লক্ষ টাকা জমা করে ফেলবেন। কিন্তু যদি রিটার্ন ৮ শতাংশ হয়, তাহলে এই পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা হবে। অর্থাৎ, আপনার ৩০ লক্ষ টাকা দ্বিগুণেরও বেশি হবে এবং আপনি তা ফেরতও পাবেন। একই সময়ে, এই সময়ের মধ্যে বীমা কভারও পাওয়া যাবে।

কম সময়ের জন্য কি সুবিধা:
যদি এই প্ল্যানটি ৬ বছরের জন্য নেওয়া হয়, তাহলে আপনি মোট ৭.২০ লক্ষ টাকা জমা করবেন। একই সময়ে, আপনি ৪ শতাংশ রিটার্ন হারে ৭,২১,২২৩ টাকা ফেরত পাবেন। যদি রিটার্ন ৮ শতাংশ হয়, তাহলে আপনি ৮,১৪,০৪৬ টাকা ফেরত পাবেন।

১৫ বছরের SIIP বীমা প্ল্যানের সুবিধা:
যদি একই প্ল্যানটি ১৫ বছরের জন্য নেওয়া হয়, তাহলে আপনি মোট ১৮ লক্ষ টাকা জমা দেবেন। একই সময়ে, আপনি ৪ শতাংশ রিটার্ন হারে ২০,৮২,৩৫৯ টাকা ফেরত পাবেন। যদি রিটার্ন ৮ শতাংশ হয়, সেক্ষেত্রে আপনি ২৮,৪৩,৪৪৫ টাকা ফেরত পাবেন।

LIC,LIC SIIP,Insurance,Investment,Indian Rupees,Money,India,National,Profit,Life Insurance Corporation,Indian Rupee,Lakh

২০ বছরের জন্য SIIP প্ল্যানের সুবিধা:
যদি এই একই প্ল্যান ২০ বছরের জন্য নেওয়া হয়, তাহলে আপনি মোট ২৪ লক্ষ টাকা জমা করবেন। একই সময়ে, আপনি ৪ শতাংশ রিটার্ন হারে ২৯,৮০,৩০২ টাকা ফেরত পাবেন। যদি রিটার্ন ৮ শতাংশ হয়, তাহলে আপনি ৪৫,৬৫,৮৮৮ টাকা ফেরত পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর