কালো টাকায় ছবি বানিয়েও ফ্লপ! ইডির জেরার মুখে ‘লাইগার’ নির্মাতারা

বাংলাহান্ট ডেস্ক: ‘লাইগার’ (Liger) মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে কয়েক মাস। অবশ‍্য ছবি মুক্তি পাওয়ার পর বেশিদিন টেকেওনি প্রেক্ষাগৃহে। তেলুগু তারকা বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) ডেবিউ ছবি এতটাই ফ্লপ হয়েছিল যে ব‍্যবসা তো দূরের কথা, প্রেক্ষাগৃহে দর্শক পর্যন্ত আসেনি। এবার আরো এক ঝামেলায় পড়ল লাইগার নির্মাতারা। তাদের বিরুদ্ধে বেআইনি টাকায় ছবি বানানোর অভিযোগ উঠল।

   

সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়েন লাইগারের পরিচালক পুরি জগন্নাথ এবং প্রযোজক চার্মে কউর। ফরেন এক্সচেঞ্জ ম‍্যানেজমেন্ট অ্যাক্ট অমান‍্য করার অভিযোগে বৃহস্পতিবার সারাদিন জিজ্ঞাসাবাদ চলে লাইগার নির্মাতাদের। ছবি তৈরিতে টাকা কোথা থেকে পেলেন  তা নিয়ে তাদের প্রশ্ন করা হয় বলে খবর।


কংগ্রেস নেতা বাক্কা জুডসন আর্থিক জালিয়াতির অভিযোগ দায়ের করেন পুরী জগন্নাথ এবং চার্মে কউরের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ইডি। ১৫ দিন আগে সমন পাঠানো হয়েছিল লাইগার ছবির নির্মাতাদের। বৃহস্পতিবার প্রায় ১২ ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে ইডির তদন্তকারী অফিসাররা।

ইডির সন্দেহ, নির্মাতাদের ব‍্যাঙ্ক অ্যাটাউন্টে একাধিক সংস্থা টাকা পাঠিয়েছে। অভিযোগকারী কংগ্রেস নেতার দাবি, কয়েকজন রাজনীতিবিদও এই ছবিতে বিনিয়োগ করেছেন কালো টাকা সাদা করার জন‍্য। প্রায় ১২৫ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল লাইগার। ছবিতে অভিনয় করেছিলেন মার্কিন বক্সার মাইক টাইসন।

উল্লেখ‍্য, গত বছরও একটি মাদক মামলায় টাকা লেনদেন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন পুরি জগন্নাথ এবং চার্মে। একাধিক বার আইনি ঝামেলায় জড়িয়েছেন দুজনে। তবে লাইগার বিতর্ক নিয়ে দুজনে জেরার মুখে পড়লেও মুখ খোলেননি বিজয় এবং অনন‍্যা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর