১৮ বছর ধরে সেরার তালিকায় রোনাল্ডো, গতবার জিতলেও এবার ব্যালন ডি’অরের শীর্ষ ৩০-এ নেই মেসি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছর তিনিই জিতেছিলেন এই পুরস্কার। রেকর্ড সংখ্যক সময় তার হাতেই উঠেছে এই শ্রেষ্ঠত্বের শিরোপা। কিন্তু এই বছর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ফ্রান্স ফুটবল কর্তৃক আয়োজিত “ব্যালন ডি’অর” পুরস্কারের ৩০ জনের তালিকাতেও আসতে পারলেন না। এই কারণে মন ভেঙেছে গোটা বিশ্বের লিওনেল মেসি ভক্তদের।

   

গত মরশুমে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তার সঙ্গে সঙ্গে ফাইনালেসিমাতে ইতালিকে হারিয়ে পরপর দু বছরে নিজেদের দ্বিতীয় ট্রফি ঘরে তুলে ছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু গোটা মরশুম জুড়ে মেসির পারফরম্যান্স নিজের চিরাচরিত মান ছুঁতে পারেনি। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬ পর্যায়ে তার পেনাল্টি মিসের কারণেই পিএসজি ছিটকে যায়। গোটা মরসুমে ফ্রেঞ্চ লীগে মেসি ১৪ টি গোলে সহায়তা করলেও মাত্র ৬ টা গোল নিজে করতে পেরেছিলেন। এই মধ্যম মানের পারফরম্যান্সের পর তাকে সেরা ৩০ ফুটবলারের তালিকায় রাখার প্রয়োজন মনে করেনি ফ্রান্স ফুটবল।

অপরদিকে রেকর্ডসংখ্যক টানা ১৮ বার ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বিচারে সেরা ৩০ জন ফুটবলারের তালিকায় আসতে পেরেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৪ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগ দেওয়ার পর থেকে গত মরশুম অবধি প্রত্যেকবারই সিআরসেভেন নিজের পারফরম্যান্স দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে গিয়েছেন।

হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের ফিরে এসে কোনও ট্রফি জিততে পারছেন না ক্রিশ্চিয়ানো কিন্তু তার গোলের সংখ্যায় ভাঁটা পড়তে এখন অবধি দেখা যায়নি। গত মৌসুমে অত্যন্ত টালমাটাল ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডে নিয়েও রোনাল্ডো মোট ২৪ টি গোল করেছেন ক্লাব ফুটবলে। তবে তিনি এই পুরস্কার জিতবেন এমন কোনো সম্ভাবনা নেই কারণ এই তালিকায় শীর্ষ তিন ফুটবলার হিসেবে রয়েছেন রোনাল্ডোর একসময়ের রিয়াল মাদ্রিদ সতীর্থ কারিম বেনজেমা, রিয়েল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং ম্যানচেস্টার সিটির তারকা বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। এই তিনজনের মধ্যে থেকেই কারোর হাতে উঠবে ফ্রান্স ফুটবলার বিচারে সেরার শিরোপা ব্যালন ডি’অর।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর