বাংলা হান্ট ডেস্ক: ফুটবলের দুনিয়ায় সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত হন লিওনেল মেসি (Lionel Messi)। সমগ্র বিশ্বজুড়ে তাঁর অগণিত অনুরাগী রয়েছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেও স্বপ্নপূরণ করে ফেলেছেন তিনি। এদিকে, মেসি আর্জেন্টিনার রোসারিয়োর নিউওয়েল ওল্ড বয়েজের হয়ে ফুটবল খেলা শুরু করেছিলেন। ওই ক্লাবে খেলার সময়েই নজর কেড়েছিলেন তিনি।
ফুটবলে অভিষেক ঘটল মেসির (Lionel Messi) পুত্রের:
তবে, মেসির (Lionel Messi) পথে হাঁটল না তাঁর জ্যেষ্ঠ পুত্র থিয়াগো। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, থিয়াগো ইতিমধ্যেই ফুটবলের ময়দানে নেমে পড়েছে। তবে, আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়েছে তার। অর্থাৎ, বাবা যে ক্লাবে অভিষেক করেছিলেন সেই ক্লাবে অভিষেক না হলেও আর্জেন্টিনার মাটিতেই সে ফুটবলের সফর শুরু করল।
আরও একটি চমকপ্রদ বিষয় হল, রোসারিয়োতে নিউওয়েল কাপের ম্যাচে মেসির (Lionel Messi) প্রথম ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজের বিরুদ্ধেই থিয়াগো খেলেছে। ওই ম্যাচের ফলাফল অনুযায়ী ০-১ গোলে পরাজিত হয় ইন্টার মায়ামি। তবে, অনূর্ধ্ব-১৩ স্তরের এই প্রতিযোগিতা শেষ হতে এখনও বাকি রয়েছে। পাশাপাশি, থিয়াগোদের পরেও ম্যাচ রয়েছে।
আরও পড়ুন: এবার ভোল পাল্টে যাবে ভারতের! সরকারের AI প্ল্যানের সাথে জুড়ে গেল Jio, হবে বড় ধামাকা
মেসির ছেলের পাশাপাশি ওই ম্যাচে ইন্টার মায়ামির হয়েই অভিষেক ঘটেছে ফুটবলের আরেক তারকা প্লেয়ার লুই সুয়ারেজের ছেলে বেঞ্জামিনেরও। জানিয়ে রাখি যে, দীর্ঘদিন ধরেই বার্সেলোনার হয়ে একসঙ্গে মাঠ কাঁপিয়েছেন মেসি (Lionel Messi) এবং সুয়ারেজ। এর পাশাপাশি, বর্তমানে ইন্টার মায়ামিতেও তাঁরা একই সাথে খেলছেন। যার ফলে থিয়াগোর সঙ্গে বন্ধুত্ব হয়েছে বেঞ্জামিনের। এমতাবস্থায়, একই সাথে তাদের ফুটবলের সফর শুরু হল।
আরও পড়ুন: ভূস্বর্গে আর নয় আতঙ্ক! এবার ঘুম উড়বে সন্ত্রাসবাদীদের, নেওয়া হল কড়া অ্যাকশন
এদিকে, ওই ম্যাচে ছেলের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন থিয়াগোর মা আন্তোনেলা রোকুজ্জো। এর পাশাপাশি মেসির (Lionel Messi) বাবা জর্জ মেসি ও মা সেইলা কুকিটিনিকেও দেখা যায় সেখানে। যদিও, মেসি উপস্থিত ছিলেন না। ম্যাচটিতে থিয়াগো বেশ কিছুটা সময় খেলে। তবে, দ্বিতীয়ার্ধে কোচ তাকে তুলে নেন।